• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ওমরাহ করতে গেলেন সাকিব

  ক্রীড়া ডেস্ক

১৫ নভেম্বর ২০১৯, ১১:২৮
সাকিব আল হাসান
জাতীয় দলের সেরা অলরাউন্ডার সাকিব (ছবি : সংগৃহীত)

ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ সাকিব। সপ্তাহ দুয়েক আগে আইসিসি থেকে এই শাস্তি দেওয়ার পর গুঞ্জন ওঠে দেশ ছেড়ে আমেরিকায় পাড়ি জমাবেন তিনি। তবে আমেরিকা নয় অবসর সময়ে এবার পবিত্র ওমরাহ পালন করতে গেলেন দেশের সেরা তারকা ক্রিকেটার। বৃহস্পতিবার মধ্যরাতের ফ্লাইটে সৌদি আরবে রওনা দেন সাকিব।

দেশের মাটিতে বিগত কিছুদিন বেশ ব্যস্ততার মাঝে কেটেছে সাকিবের। সাকিবের ওমরাহ করতে যাওয়ার ব্যাপার নিশ্চিত করেন ওয়াসিম খান। জাতীয় দলের যেকোনো ক্রিকেটার দেশের বাইরে যাওয়ার সময় তাদের পাশে সবসময় থাকেন তিনি।

বিমানবন্দরে ক্রিকেটারদের লজিস্টিক সহায়তার ব্যাপারটি দীর্ঘদিন দায়িত্বের সঙ্গে নিয়মিত পালন করে আসছেন ওয়াসিম খান। তিনি রাত সোয়া ১টার দিকে নিজের ফেসবুক প্রোফাইলে সাকিবের সঙ্গে একটি ছবি আপলোড করেন। সেখানে তিনি লিখেন, ওমরাহ পালন করতে জেদ্দার উদ্দেশে রওনা হচ্ছে সাকিব আল হাসান। তার জন্য আমার দোয়া রইলো।

মাঝের সময়ে নানামুখী কাজে ব্যস্ত ছিলেন সাকিব। ফুটবল মাঠে ভালোই ব্যস্ত ছিলেন। এছাড়া দেশের ক্রীড়াবিদদের মধ্যে সর্বোচ্চ করদাতা হিসেবেও সম্মানিত হন দেশসেরা অলরাউন্ডার।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড