• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাংলাদেশকে ব্যাটিং শেখাচ্ছে ভারত

  ক্রীড়া ডেস্ক

১৪ নভেম্বর ২০১৯, ১৭:৪২
ভারত-বাংলাদেশ সিরিজ
মায়াঙ্ক ও পূজারার ব্যাটিং জুটি (ছবি : সংগৃহীত)

ইন্দোরে বাংলাদেশের ১৫০ রানের জবাবে প্রথম দিন শেষে ভারতের সংগ্রহ এক উইকেটে ৮৬ রান। মুমিনুলদের চেয়ে ৬৪ রানে পিছিয়ে আছে তারা। দিন শেষে আগারওয়াল ৩৭ ও পূজারা অপরাজিত ৪৩ রানে।

১৪ রানে রোহিত শর্মা বিদায় নিলেও কোনো রকম পরীক্ষায় পড়েনি টিম ইন্ডিয়া। মায়াঙ্ক ও পূজারা মিলে প্রথম দিনে ৭২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন। যেখানে বাংলাদেশর প্রথম ইনিংসে সর্বোচ্চ জুটি ছিল ৬৮ রানের। ২৬ ওভারের বোলিংয়ে মুমিনুল তিনজন বোলারকে ব্যবহার করেছেন। একমাত্র রাহি শুরুতে রোহিতের উইকেট তুলে নেন।

ডেঞ্জারম্যান রোহিতকে বিদায় করলেন রাহি

ইন্দোরে সিরিজে প্রথম টেস্টের প্রথম দিনে বাংলাদেশের ১৫০ রানের জবাবে ব্যাট করছে ভারত। হলকার স্টেডিয়ামে এ ম্যাচের মধ্য দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে যাত্রা করেছে বাংলাদেশ।

কয়েকদিন আগে ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে দুইটি সেঞ্চুরি ও একটি ডাবল সেঞ্চুরি হাঁকান রোহিত শর্মা। টেস্টে মিডল অর্ডার থেকে ওপেনিংয়ে উন্নীত হওয়ার পরপই উইলোবাজি দেখাচ্ছেন এ ভারতীয় মারকুটে ব্যাটসম্যান।

বাংলাদেশকে অল্প পুঁজিতে থামিয়ে দেওয়ার পর বড়সড় সংগ্রহের লক্ষ্য নিয়ে ব্যাটিং শুরু করে ভারত। তবে ওপেনার রোহিত ফিরে গেলেন দ্রুত। আবু জায়েদ রাহির বলে ছয় রান করে আউট হন তিনি। এতে ১৪ রানে ওপেনিং জুটি ভাঙে স্বাগতিকদের। কাকতালীয় হলেও সত্য ইন্দোর টেস্টের প্রথম দিনে চার ওপেনারের তিনজনই আউট হলেন ছয় রানে।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ১৫০ রানে গুটিয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। দলের পক্ষে মুশফিক সর্বোচ্চ ৪৩ ও মুমিনুল ৩৭ রান করেন। ভারতের পক্ষে শামি শিকার করেন তিন উইকেট।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড