• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

দুর্দান্ত জয়ে বাংলাদেশের এশিয়া কাপ মিশন শুরু

  ক্রীড়া ডেস্ক

১৪ নভেম্বর ২০১৯, ১৬:২৫
অর্ধশতক তুলে নেন নাঈম
অর্ধশতক তুলে নেন নাঈম (ছবি : সংগৃহীত)

এসিসি ইমার্জিং এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে জয় দিয়ে মিশন শুরু করেছে টুর্নামেন্টের আয়োজক বাংলাদেশ। গ্রুপ পর্বের ম্যাচে হংকংকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারায় টাইগাররা।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) চার নম্বর মাঠে মুখোমুখি হয় ‘বি’ গ্রুপের দুই দল বাংলাদেশ ও হংকং। প্রথমে ব্যাট করে টাইগারদের দুর্দান্ত বোলিংয়ে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৪ রানে থামে হংকংয়ের ইনিংস।

১৬৫ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র এক উইকেটের বিনিময়ে এবং ১৫৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা। উদ্বোধনী জুটিতে আসে ৯৪ রান। এতে জয়ের পথ সহজ হয়ে যায় শান্তদের সামনে। দুই ওপেনার নাঈম শেখ ও সৌম্য সরকার তুলে নেন অর্ধশতক।

৫২ বলে ৮ চারে ৫২ রানের ইনিংস খেলে নাঈম আউট হলেও অপরাজিত থেকে দলকে জয় উপহার দিয়ে মাঠ ছাড়েন সৌম্য। ৭৪ বলে ৯ চার ৩ ছক্কায় খেলেন ৮৪ রানের ইনিংস। তৃতীয় উইকেটে নামা অধিনায়ক নামজুল হাসান শান্ত অপরাজিত ছিলেন ২২ রানে।

বাংলাদেশের পক্ষে সুমন খান শিকার করেন ৪ উইকেট। এছাড়াও মেহেদী হাসান ২টি, হাসান মাহমুদ ও আফিফ হোসেন ১টি করে উইকেট নেন।

আগামী ১৬ নভেম্বর টুর্নামেন্টে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে টাইগাররা। বিকেএসপির তিন নম্বর মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড