• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

হৃদয়ের সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে বিশাল টার্গেট দিল বাংলাদেশ

  ক্রীড়া ডেস্ক

১৪ নভেম্বর ২০১৯, ১৪:৫৩
তৌহিদ হৃদয়
শ্রীলঙ্কার বিপক্ষে হৃদয়ের সেঞ্চুরি (ছবি : সংগৃহীত)

পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি পেলেন তৌহিদ হৃদয়। টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। হৃদয়ের সেঞ্চুরি ও তামিম-মাহমুদ-আকবরের হাফসেঞ্চুরিতে সফরকারীদের ৩৪১ রানের টার্গেট দিল টাইগার যুবারা।

চট্রগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ওপেনার পারভেজ হোসেন ফিরে যান। তবে আরেক ওপেনার তানজিদ হাসান তামিম তুলে নেন হাফসেঞ্চুরি। ৬০ রান করে বিদায় নেন তামিম। পরবর্তীতে মাহমুদুল হাসানও ফিরেন ৫২ রান করে।

এরপর দলের স্কোর টেনে নিয়ে যান তৌহিদ হৃদয় ও আকবর আলী। দুজনে গড়েন শত রানের জুটি। আকবর আলী ৫২ রান করে ফিরলেও সেঞ্চুরি তুলে নেন তৌহিদ হৃদয়। আটটি বাউন্ডারি ও দুইটি ছক্কায় ৯১ বলে সেঞ্চুরি করেন তিনি। তার অপরাজিত ১২৩ রানে লঙ্কানদের বিপক্ষে সাত উইকেটে ৩৪০ রান সংগ্রহ করে টাইগার যুবারা। যা অনূর্ধ্ব-১৯ দলের সর্বোচ্চ রানের রেকর্ড। প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচটিতে লঙ্কানদের হারিয়ে ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশ।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড