• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

যে কারণে দলে নেই মুস্তাফিজ

  ক্রীড়া ডেস্ক

১৪ নভেম্বর ২০১৯, ১২:১০
মুস্তাফিজুর রহমান
জাতীয় দলের বাঁহাতি পেসার মুস্তাফিজ (ছবি : সংগৃহীত)

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ইন্দোর টেস্টের একাদশে জায়গা হয়নি 'কাটার মাস্টার' খ্যাত মুস্তাফিজুর রহমানের। যদিও গতকাল (বুধবার, ১৩ নভেম্বর) বিরাট কোহলির বক্তব্যে বোঝা গিয়েছিল, ভারতের পরিকল্পনার একটা বড় অংশ জুড়ে ছিলেন বাঁহাতি পেসার। কিন্তু তাকেই একাদশে রাখেনি বাংলাদেশ।

তার কারণ দীর্ঘদিন ধরেই ফর্মহীনতায় ভুগছেন মুস্তাফিজ। আগের সেই নিখুঁত স্লোয়ার বা কাটার কিছুই দেখা যায় না। ম্যাচের দুই দিন আগে প্রধান নির্বাচক নান্নুও মুস্তাফিজকে নিয়ে হতাশা ব্যক্ত করেন। ভারতে টি-টুয়েন্টি সিরিজে পুরোপুরি ব্যর্থ ছিলেন তিনি। তিন ম্যাচে কোনো উইকেট পাননি। আবার সবশেষ দুই টেস্টেও মাত্র তিন উইকেট শিকার তার।

সর্বশেষ ১২ মাসে ১৯ ওয়ানডেতে ৩৯ উইকেট নিয়েছেন তিনি। যার অধিকাংশই দলের কোনো কাজে আসেনি। মাশরাফির অনুপস্থিতিতে তাকেই দলের প্রধান স্ট্রাইক বোলার হওয়ার কথা। কিন্তু সেটা হতে পারছেন না মুস্তাফিজ। সেইসঙ্গে তার ওয়ানডে ক্যারিয়ারের ইকোনমি যেখানে পাঁচ দশমিক দুই চার, সেখানে গত ১২ মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ছয় দশমিক তিন পাঁচ। টি-টুয়েন্টিতে এই পরিসংখ্যান আরও করুণ। গত ১২ মাসে ৯টি টি-টুয়েন্টি ম্যাচে ৯ উইকেট নিয়েছেন মুস্তাফিজ।

বিশ্বের সবচেয়ে চোটপ্রবণ ক্রিকেটারদের একজন মুস্তাফিজ। সব মিলিয়ে মুস্তাফিজকে বাদ দিয়ে কঠিন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। এটা মুস্তাফিজের জন্য একটা বার্তাও বটে। কোনো অধিনায়কই এখন তাকে প্রধান স্ট্রাইক বোলার হিসেবে ব্যবহার করেন না। তবে নিজেকে আরও শাণিত করে জাতীয় দলে পেস আক্রমণে মুস্তাফিজ নেতৃত্ব দেবেন এমন প্রত্যাশাই ক্রিকেট প্রেমীদের।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড