• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন মুমিনুল

  ক্রীড়া ডেস্ক

১৩ নভেম্বর ২০১৯, ১৮:৪৯
মুমিনুল হক
বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক (ছবি: সংগৃহীত)

নিঃসন্দেহে টেস্টে বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান মুমিনুল হক। দলের সবার চেয়ে বেশি ৪১ দশমিক ৪৮ গড়ে রান তোলা তাই বলে। সে মুমিনুলের কাঁধে এবার দলের নেতৃত্ব। সাকিবের নিষেধাজ্ঞার কারণে ৩৬ টেস্ট খেলা মুমিনুলের হাতে উঠেছে দলের দায়িত্বভার।

টেস্ট বিশ্বকাপ খ্যাত ‘টেস্ট চ্যাম্পিয়নশিপ’ এ বাংলাদেশের প্রথম পরীক্ষা এ সিরিজ। আর প্রথম পরীক্ষায়ই প্রতিপক্ষ বর্তমানের সবচেয়ে ভয়ঙ্কর দল ভারত। ঘরের মাঠে গত ১১ সিরিজ তাদের কেউ হারাতে পারেনি। টেস্ট চ্যাম্পিয়নশিপে ইতোমধ্যেই দুটি সিরিজ খেলে ফেলেছে কোহলিরা। আর একমাত্র দল হিসেবে দুটো সিরিজ থেকে পূর্ণ ১২০ পয়েন্ট পেয়েছে তারা। তাই ক্রিকেট বোদ্ধারা একটা একপেশে সিরিজ দেখার অপেক্ষায় রয়েছে। কিন্তু আত্মবিশ্বাসী মুমিনুল জানালেন, তিনি প্রস্তুত। মুমিনুল মুখিয়ে আছেন এই চ্যালেঞ্জটা নিতে।

শুধু মুমিনুলই নয়, পারফরম করার জন্য মুখিয়ে আছে দলের সকল ক্রিকেটাররাই। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সে কথাই জানালেন মুমিনুল। তিনি বলেন, ‘আমার মনে হয়, গত ২০ বছরে খেলোয়াড়দের মানসিকতা অনেক পরিবর্তন হয়েছে। পারফরম করার তাগিদ বেড়েছে। দীর্ঘ পরিসরের ম্যাচ খেলার ইচ্ছা বৃদ্ধি পেয়েছে।’

ব্যাটসম্যান মুমিনুলের জন্য অধিনায়কত্ব বাড়তি চাপ হবে কি না, সে প্রসঙ্গে মুমিনুল জানালেন, তিনি ইতিবাচক থাকার চেষ্টাই করবেন। ব্যাটিংটা আরও ভালো করার প্রত্যয়ও মুমিনুলের কণ্ঠে, ‘আমি আগে যেভাবে ব্যাটসম্যান হিসাবে খেলেছি, সেভাবেই খেলব। অধিনায়কত্ব থাকলে যে ইতিবাচক দিক থাকে সেগুলোকে নেওয়ার চেষ্টা করব। সামনে থেকে নেতৃত্ব দিতে যেয়ে আমার ব্যাটিংটা আরও ভালো হবে আশা করছি।’

সবশেষে মুমিনুল জানালেন, তিনি ভারত সিরিজের চ্যালেঞ্জটা নিতে মুখিয়ে আছেন। আত্মবিশ্বাসী মুমিনুল ভারতকে হুমকি হিসেবেও দেখছেন না। তিনি বলেন, ‘আমি কখনো অতীত ও ভবিষ্যত চিন্তা করি না। সবসময় বর্তমান নিয়ে চিন্তা করি। যেহেতু ভালোভাবে প্রস্তুতি নিয়েছি, ইনশাআল্লাহ্‌ ভালো ক্রিকেটও খেলব। সুযোগ কাজে লাগানোর জন্য প্রস্তুত আছি। প্রতিপক্ষের কাউকে হুমকি হিসেবে দেখছি না। এটা একটা চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ মোকাবিলা করতে মুখিয়ে আছি।’

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড