• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মুস্তাফিজকেই বেশি ভয় পাচ্ছেন কোহলি

  ক্রীড়া ডেস্ক

১৩ নভেম্বর ২০১৯, ১৩:৪৭
বিরাট কোহলি
সংবাদ সম্মেলনে কোহলি (ছবি : সংগৃহীত)

সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের সপ্তম ডাবল সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন বিরাট কোহলি। ভারতের হয়ে সর্বোচ্চ ও বিশ্ব ক্রিকেটে চতুর্থ সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মালিক তিনি। প্রোটিয়াদের বিপক্ষে পুনেতে টেস্ট ক্যারিয়ারে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসও খেলেন ভারতীয় অধিনায়ক। ২৫৪ রানের সেই অপরাজিত ইনিংসের স্মৃতি এখনো তাজা ক্রিকেটপ্রেমীদের মনে।

বাংলাদেশের বিপক্ষেও বড় ইনিংস খেলতে প্রস্তুত কোহলি। তবে কাটার মাস্টার মুস্তাফিজকে নিয়ে ভয় রয়েছে তার। শুধু নিজের জন্য নয়, পুরো দলের জন্যই মুস্তাফিজকে হুমকি মনে করেন কোহলি। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমনটা জানান তিনি।

কোহলি বলেন, ‘সে খুব ভালো একজন বোলার। সে লাল বলেও বেশ কিছু ম্যাচ খেলেছে। আমরা সাধারণত যাদের খেলি সব বাঁহাতি পেসারই তাদের চেয়ে আলাদা ধরনের বোলার। ওর দিকে বাড়তি মনোযোগ দিতে হবে। কারণ, আমাদের দলে না থাকায় বাঁহাতি পেসার আমরা তেমন খেলি না। এটা চ্যালেঞ্জ হবে তবে আমরা এই চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি’।

এর আগে, ভারতের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে বাংলাদেশ ভালো খেললেও মুস্তাফিজের পারফরম্যান্স ছিল হতাশাজনক। আবার টেস্ট ক্রিকেটেও ছন্দে নেই সাতক্ষীরা এক্সপ্রেস। শেষ তিন টেস্টে মাত্র দুই উইকেট পেয়েছেন বাঁহাতি পেসার। চোটের জন্য আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের হয়ে সবশেষ টেস্ট খেলতে পারেননি। ইন্দোর টেস্ট দিয়ে সাদা পোশাকে ফেরার অপেক্ষায় আছেন মুস্তাফিজ। বাঁহাতি পেস নিয়মিত না খেলায় তার বিপক্ষে বাড়তি সতর্কতার প্রয়োজন দেখছেন কোহলি।

তিনি বলেন, ‘এমন না আমরা বাঁহাতি পেসে গুটিয়ে যাই তবে আমাদের এদের খেলাটা কঠিন মনে হয়। কারণ, আমরা নিয়মিত বাঁহাতি পেস খেলি না। সে আমাদের জন্য হুমকি হবে। সে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হবে। সে অভিজ্ঞ বোলার। আইপিএলে খেলার জন্য ভারতীয় ব্যাটসম্যানদের সম্পর্কে জানে। তবে ওর বিপক্ষেও আমরা অনেক খেলেছি। আমার মনে হয়, মনোযোগ ও মনসংযোগ হবে গুরুত্বপূর্ণ ব্যাপার’। মূলত কাটার মাস্টারের অতীত পারফরম্যান্সের দিকে ইঙ্গিত করে নিজেদের জন্য মুস্তাফিজকে হুমকি হিসেবে উল্লেখ করেন কোহলি।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড