• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারতকে অলআউট করা সম্ভব : মিঠুন

  ক্রীড়া ডেস্ক

১২ নভেম্বর ২০১৯, ২০:২৬
মোহাম্মদ মিঠুন ও খালেদ আহমে
মোহাম্মদ মিঠুন ও খালেদ আহমেদ (ফাইল ছবি)

আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারত ও বাংলাদেশের দুই টেস্ট সিরিজের প্রথম টেস্ট। এ ম্যাচকে সামনে রেখে ইতোমধ্যেই প্রস্তুতিতে নেমেছে বাংলাদেশের ক্রিকেটাররা। মঙ্গলবার (১২ নভেম্বর) প্রস্তুতি শেষে মোহাম্মদ মিঠুন জানালেন, কোহলিদের ২০ উইকেট শিকার করা সম্ভব।

টেস্টে ঘরের মাঠে সর্বশেষ ১১ সিরিজ অপরাজিত ভারত। সর্বশেষ দক্ষিণ আফ্রিকাকেও নিজেদের মাঠে নাস্তানাবুদ করেছে তারা। সেই ভারতের বিপক্ষে তাদের মাঠেই খেলতে নামবে টেস্ট র‍্যাঙ্কিংয়ের নবম দল বাংলাদেশ।

ভারত শক্তিশালী দল হলেও ভালো খেলার আত্মবিশ্বাস রয়েছে টাইগারদের। নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে যে কোনো ফলাফলই সম্ভব বলেই মনে করেন মিঠুন। ভারতের ২০ উইকেট নেওয়া সম্ভব কি না- এমন প্রশ্নের জবাবে মিঠুন বলেন, ‘আমরা বিশ্বাস করি এটা সম্ভব। আমি একজন ব্যাটসম্যান, আমার আউট হতে একটা বলই লাগে। এটা সব ব্যাটসম্যানের ক্ষেত্রেই প্রযোজ্য। আমরা যদি চাপ তৈরি করতে পারি, যে বোলিং ইউনিট আছে যদি সুশৃঙ্খল বোলিং করতে পারে, অবশ্যই সম্ভব। অবশ্যই আমরা ওদের সম্মান করি। ওরা বিশ্বের সেরা দলগুলোর একটি। নিজেদের মাটিতে ওরা অনেক বেশি শক্তিশালী। আমরা এই সিরিজের দিকে তাকিয়ে আছি।’

এছাড়া ভারতের দুর্বল দিকের চেয়ে নিজেদের শক্তির জায়গা নিজেই বেশি ভাবছে বাংলাদেশ। এমনটা উল্লেখ করে মিঠুন বলেন, ‘আমাদের দলটি ভারসাম্যপূর্ণ। ব্যাটিং, বোলিং দুই দিক থেকেই দলে ভালো ভারসাম্য আছে। যখন আমরা দল হিসেবে খেলতে পারি তখন আমরা ভালো করি। জিততে হলে আমাদের একজন-দুইজনের ওপর নির্ভর করলে চলবে না। পুরো দলেরই ভালো করতে হবে। বিশেষ করে ভারতের মতো দলের বিপক্ষে ইউনিট হিসেবে খেলতে পারলে আমাদের সম্ভাবনা থাকবে। ওদের দুর্বল দিক খুঁজে বের করার চেয়ে নিজেদের শক্তির জায়গা নিয়ে বেশি ভাবছি। ভারতের মাটিতে কোনো দলই সুবিধা করতে পারেনি। আমরা চেষ্টা করছি কীভাবে এখানে ভালো ক্রিকেটটা খেলতে পারি।’

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড