• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মুস্তাফিজকে নিয়ে ধোঁয়াশায় নির্বাচকরা

  ক্রীড়া ডেস্ক

১২ নভেম্বর ২০১৯, ১৬:০৯
মুস্তাফিজুর রহমান
জাতীয় দলের বাঁহাতি পেসার মুস্তাফিজ (ছবি : সংগৃহীত)

সাম্প্রতিক সময়ে মুস্তাফিজের বোলিংয়ের ধার যেন একেবারেই শেষ হয়ে গেছে। তার বলে আগের মতো আর ব্যাটসম্যানরা বিভ্রান্ত হন না; বরং দারুণভাবে ব্যাট চালিয়ে দিতে পারছেন। ভারত সফরে তো পুরোপুরি হতাশার জন্ম দিলেন তিনি।

টেস্ট দলেও রয়েছেন মুস্তাফিজ। টি-টুয়েন্টিতে তার পারফরম্যান্স নিয়ে বেশ অসন্তোষ প্রকাশ করতে দেখা গেল প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুকে। প্রধান নির্বাচক বলেছেন, ‘একটি ম্যাচেও সে নিজেকে ভালোভাবে মেলে ধরতে পারেনি। তাকে নিয়ে ভিন্ন চিন্তা-ভাবনা করতে হবে আমাদের’।

রবিবার রাতে খেলা শেষ হওয়ার পর গুঞ্জন ওঠে, দেশে ফিরে আসছেন মুস্তাফিজুর রহমান। ঠিক কেন ফিরে আসছেন? ফর্মহীনতা নাকি ইনজুরির কারণে? তা পরিষ্কার করে বলা না হলেও ক্রিকেট পাড়ায় এমন একটা খবর রটে গিয়েছিল কাটার মাস্টার দেশে ফেরত আসছেন।

তবে ম্যানেজার সাব্বির খান ও মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানালেন, ‘কই না তো? মুস্তাফিজ তো ফিরে যাচ্ছেন না’! তবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কথা শুনে মনে হলো, মুস্তাফিজের টেস্ট খেলার সম্ভাবনা খুব কম। তার পারফরম্যান্স এবং ফিটনেসেও মনে হয় টিম ম্যানেজমেন্ট সন্তুষ্ট নয়।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড