• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

জম্মু-কাশ্মীরের পাশে থাকবেন গাঙ্গুলি

  ক্রীড়া ডেস্ক

১২ নভেম্বর ২০১৯, ১১:৩৩
সৌরভ গাঙ্গুলি
সৌরভ গাঙ্গুলি (ছবি : সংগৃহীত)

মুম্বাইয়ে বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে সোমবার (১১ নভেম্বর) দেখা করতে যান জম্মু ও কাশ্মীরের ক্রিকেটের এক প্রতিনিধি দল। যে কোনো পরিস্থিতিতে জম্মু ও কাশ্মীরের ক্রিকেট উন্নয়নের পাশে থাকার আশ্বাস দেন সৌরভ গাঙ্গুলি।

জম্মু ও কাশ্মীরের প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন রাজ্য দলের অধিনায়ক পারভেজ রসুল এবং দলের মেন্টর সাবেক ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান।

সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, গাঙ্গুলির সঙ্গে জম্মু ও কাশ্মীরের সার্বিক ক্রিকেট উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে উপস্থিত রাজ্য ক্রিকেট সংস্থার আধিকারিক বলেছেন, ‘বোর্ড প্রেসিডেন্ট প্রতিনিধি দলের সদস্যদের কথা মন দিয়ে শুনেছেন। আমরা তার কাছে অনুরোধ করেছি যাতে জম্মু ও কাশ্মীর ক্রিকেট উন্নয়নে তার সহায়তা পাই। তিনি আমাদের আশ্বস্ত করেছেন।’

সূত্রের খবর, জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর সেখানকার পরিস্থিতি পুরোপুরি শান্ত হলে আগামী দিনে কাশ্মীরেই হোম ম্যাচ আয়োজনের আশ্বাস দিয়েছেন প্রিন্স অফ কলকাতা খ্যাত গাঙ্গুলি। সেই সঙ্গে সেখানকার ক্রিকেটের উন্নতির জন্য প্রথমেই পরিকাঠামোগত উন্নতি সাধনে বিশেষ জোর দিতে চেয়েছেন নয়া প্রেসিডেন্ট।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড