• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

তখন মনে হয়েছিল ম্যাচটা হাত ফসকে যাচ্ছে : রোহিত

  ক্রীড়া ডেস্ক

১২ নভেম্বর ২০১৯, ১০:৫৯
বাংলাদেশ-ভারত
ছবি : সংগৃহীত

দীপক চাহার ম‍্যাজিকে নাগপুরে ভ‍্যানিশ বাংলাদেশ। মাত্র ৭ রান দিয়ে ৬ উইকেট নিয়ে টি-টুয়েন্টির ইতিহাসে নয়া রেকর্ড গড়লেন দীপক। শেষ টি-টুয়েন্টিতে বাংলাদেশকে ৩০ রানে হারিয়ে সিরিজ রোহিত শর্মার ভারতের।

অথচ একটা সময়ে মনে হচ্ছিল জয় উল্লাস করবে বাংলাদেশ। শেষ ৮ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭০ রান অর্থাৎ ৪৮ বলে লাগত ৭০ রান। উইকেটে ছিলেন অভিষেক হওয়া তরুণ ওপেনার নাঈম শেখ; এই সময়টায় ভয় পেয়ে গিয়েছিলেন ভারতের কাপ্তান।

রবিবার (১০ নভেম্বর) সিরিজ জয় নিশ্চিত করার পর সংবাদমাধ্যমে রোহিত শর্মা বলেন, ‘এক সময়ে আট ওভারে ৭০ রান তুলতে হতো বাংলাদেশকে। যা প্রতিপক্ষের কাছে অনেকটাই অনুকূল পরিস্থিতি ছিল। এ রকম কঠিন পরিস্থিতি থেকে দলের জন্য জয় তুলে আনা একটা বড় ব্যাপার তো অবশ্যই। আমার মতে টি-টুয়েন্টি ক্রিকেটে এটা ভারতীয় দলের সেরা প্রত্যাবর্তন।’

নাগপুরে মুশফিক-রিয়াদদের হারিয়ে সিরিজ ২-১ জিতে দলের বোলারদের পারফরম্যান্সে উচ্ছ্বসিত ভারত অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচ শেষে ট্রফি হাতে তিনি বলেন, ‘বোলাররাই ম্যাচটা জিতিয়ে দিল। শিশির পড়ছিল, তাই মাঝের ওভারগুলোতে কি হবে তা নিয়ে চিন্তায় ছিলাম। প্রথম আট ওভারে আমরা ঠিক ছন্দে খেলতে পারিনি। তার পরে ছেলেদের আমাদের জার্সি দেখিয়ে বলি, আমরা দেশের জন্য খেলি। এর পরেই ছেলেরা ম্যাচটা দুর্দান্তভাবে বের করে আনে।’

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড