• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

হারিয়ে গেছে রোনালদোর সেই গতি আর ড্রিবলিং

  ক্রীড়া ডেস্ক

১২ নভেম্বর ২০১৯, ১০:০৬
পরিবর্তিত হওয়ার পর ডাগআউটে যাওয়ার মুহূর্তে রোনালদো (ছবি : সংগৃহীত)
পরিবর্তন হওয়ার পর ডাগআউটে যাওয়ার মুহূর্তে রোনালদো (ছবি : সংগৃহীত)

বর্তমান ফুটবল বিশ্বে রাজত্বটা লিওনেল মেসি আর ক্রিস্তিয়ানো রোনালদোর দখলে। এই দুজন ফিট থাকা মানে দলের হয়ে পুরো সময়টা জুড়েই খেলবেন; কারণ তারাই তো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন; এমনটি হয়েছেও বটে। কিন্তু শেষ দুই ম্যাচে জুভেন্তাস বস মারিও সারি করেছেন একদম উল্টোটা- মানে রোনালদোকে পুরো নব্বই মিনিট খেলতে দিচ্ছেন না! হ্যাঁ; সারির শুরুর একাদশে রোনালদো থাকলেও দ্বিতীয়ার্ধে তার রিপ্লেসে মাঠে নামানো হচ্ছে আর্জেন্টাইন তারকা পাওলো দিবালাকে। আর এতেই নাখোশ পর্তুগিজ রাজপুত।

জুভেন্তাস বস সারি যখনই রোনালদোকে (শেষ দুই ম্যাচে) তুলে নেন তখনই রাগে গজ-গজ করতে করতে মাঠ ছাড়েন রোনালদো। এতে বেজায় ক্ষেপেছেন সাবেক জুভেন্তাস কোচ ফ্যাবিও ক্যাপেলো। চ্যাম্পিয়ন রোনালদোর এমন আচরণ পছন্দ হয়নি তার।

স্কাই স্পোর্টস ইতালিতে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্যাবিও ক্যাপেলো বলেন, ‘রোনালদোর এমন আচরণ আমার পছন্দ নয়। এটা ভালো দেখায় না। সে একজন চ্যাম্পিয়ন। তাকে চ্যাম্পিয়নের মতো করেই ম্যাচ ছাড়তে হবে। সত্য হলো যে, গত তিন বছর সে কোনো ফুটবলারকে কাটিয়ে (ড্রিবলিং) বল নিয়ে ঢুকতে পারেনি। আমি লা লিগার ধারাভাষ্য দিতে গিয়ে দেখেছি। সে দুই পা এগোবে আর আপনাকে পিছনে ফেলে চলে যাবে।’

জেতার জন্য শেষ দুই ম্যাচে রোনালদোর দিকে তাকিয়ে থাকেনি তুরিনের দলটি। তাকে ছাড়াই জিততে পারে জুভেন্তাস- এমন মন্তব্য করে ফ্যাবিও ক্যাপেলো বলেন, ‘তার (রোনালদো) মধ্যে একজন প্রকৃত চ্যাম্পিয়ন আছে। কিন্তু দিবালা এবং ডগলাস কস্তা দারুণ দুই গোল করে দলের ব্যবধান গড়ে দিয়েছেন। দিবালা দারুণ ছন্দে আছে। মাঠে দলের ব্যবধান গড়ে দিচ্ছে। রোনালদোকে ছাড়াই ম্যাচ জিতছে তারা। জুভেন্তাস রোনালদোর ওপর নির্ভরশীল দল হয়ে পড়েছে। যদিও জুভেন্তাসের হাতে ভালো একটা দল আছে।’

টানা দুই ম্যাচে আগে আগে মাঠ থেকে উঠে যাওয়াটা ভালোভাবে নেননি রোনালদো। খেলোয়াড় পরিবর্তনের সময় রোনালদোকে বেশ অসন্তুষ্টই দেখাচ্ছিল। তবে সেই যাই হোক- কোচ সারির এমন সিদ্ধান্তকে বাহাবা দিয়েছেন ফ্যাবিও ক্যাপেলো। তিন বলেন, ‘ব্রাভো সারি। রোনালদোকে তুলে নেওয়ার সাহস দেখিয়েছেন তিনি। এটার জন্য ব্যক্তিত্ব দরকার। কোচ হিসেবে দলের সকলের ওপর বিশ্বাস রাখা উচিত। দলের অন্যরাও ব্যবধান গড়ে দিতে পারেন এই আস্থা দলের ওপর থাকা জরুরি। রোনালদোর একটা সময় ছিল। কিন্তু এখন তার উন্নতি করতে হবে। বিশেষ করে শারীরিকভাবে। তার আগের সেই গতি আর নেই।’

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড