• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

অধিনায়ক রিয়াদকে প্রশংসায় ভাসালেন মাশরাফি

  ক্রীড়া ডেস্ক

১২ নভেম্বর ২০১৯, ০৯:৩৩
মাশরাফি বিন মর্তুজা ও রিয়াদ
মাশরাফি বিন মর্তুজা ও রিয়াদ (ছবি : সংগৃহীত)

সদ্য শেষ হওয়া ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ হেরেছে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দল। ২-১ ব্যবধানে সিরিজ হারলেও অধিনায়ক রিয়াদকে প্রশংসায় ভাসিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

গতকাল (১১-নভেম্বর) একটি অনলাইন শপিংয়ের অ্যাম্বাসেডর হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাশরাফি। বক্তব্যের মাঝে সাংবাদিকদের করা কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক।

মাশরাফি বলেন, ‘ভারতের সাথে অসাধারণ খেলেছে। তবে ভারতের সাথে আমাদের ফিনিশিংয়ের যথেষ্ট অভাব ছিল। এমন পরিস্থিতিতেও রিয়াদ যেভাবে দলকে নেতৃত্ব দিয়েছে সত্যি সে প্রশংসার দাবিদার। আমি আশা করি বাংলাদেশের অভ্যন্তরীণ ম্যাচগুলোতে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলকে আরও সামনের দিকে নিয়ে যাবে রিয়াদ।’

জুয়াড়ির প্রস্তাব গোপন করায় বাংলাদেশের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে ক্রিকেটে নিষিদ্ধ করেছে আইসিসি। সাকিবকে ছাড়াই বাংলাদেশ দল ভারত সফরে যায়- যেখানে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে টাইগাররা। এখন বাকি দুই ম্যাচের টেস্ট সিরিজ আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হবে।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড