• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল ওয়েস্ট ইন্ডিজ

  ক্রীড়া ডেস্ক

১১ নভেম্বর ২০১৯, ২২:৩৫
প্রায় ৫ বছর পর ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল উইন্ডিজ
প্রায় ৫ বছর পর ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল উইন্ডিজ (ছবি : সংগৃহীত)

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০তে হারিয়ে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলকে হোয়াইটওয়াশ করল ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে শাই হোপ সেঞ্চুরিতে আফগদের ৫ উইকেটে হারায় ক্যারিবীয়রা।

টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে আসগার আফগান, মোহাম্মদ নবী ও হযরতউল্লাহ জাজাইয়ের অর্ধশতকে ৭ উইকেটে ২৪৯ রান তোলে আফগানরা। এতে ২৫০ রানের লক্ষ্য দাঁড়ায় পোলার্ডদের। জবাবে ব্যাট করতে নেমে হোপ ১০৯ রানের অপরাজিত দুর্দান্ত ইনিংস সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় উইন্ডিজ।

এর আগে, সোমবার (১১ নভেম্বর) ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একনা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় ক্যারিবীয় দলপতি কাইরন পোলার্ড। ওপেনার হযরতউল্লাহ জাজাইয়ের ৫৯ বলে ৫০ রানের সুবাদে ভালো শুরু করে আফগানরা। তবে ১১৮ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা।

ষষ্ঠ উইকেট জুটিতে ১২৭ রান যোগ করে আফগানিস্তানকে লড়াইয়ের পুঁজি এনে দেন আসগার আফগান ও মোহাম্মদ নবী। ৮৫ বলে ৮৬ রান করে সাজঘরে ফেরেন আসগার। তার ইনিংসে ৩টি চারের পাশাপাশি ছিলো ৬টি ছয়ের মার।

অপরপ্রান্তে অপরাজিত অর্ধশতকে ইনিংস শেষ করেন নবী। ৬৬ বলে ৫০ রান করেন তিনি। ৪৪ রান খরচায় ৩ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সফলতম বোলার কিমো পল। রোস্টন চেজ ১০ ওভারে মাত্র ২৪ রান দিয়ে নেন ১ উইকেট।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড