• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারত মিশন শেষে এশিয়া কাপে নাঈম-আমিনুলরা

  ক্রীড়া ডেস্ক

১১ নভেম্বর ২০১৯, ২২:১৪
আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ নাঈম শেখ ও আমিনুল ইসলাম বিপ্লব
আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ নাঈম শেখ ও আমিনুল ইসলাম বিপ্লব (ছবি : সংগৃহীত)

আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ইমার্জিং এশিয়া কাপের চতুর্থ আসর। বাংলাদেশে বসতে যাওয়া এ টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (১২ নভেম্বর) ঢাকার একটি হোটেলে টুর্নামেন্টের এবারের আসরের ট্রফি উন্মোচন অনুষ্ঠান আয়োজন করা হবে।

ভারতের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে অংশ নেওয়া বাংলাদেশ দলের পাঁচ ক্রিকেটার খেলবেন এশিয়ান যুবাদের এই ক্রিকেট টুর্নামেন্টে। টাইগারদের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন নাজমুল হোসেন শান্ত। ভারত সফরে জাতীয় টি-টুয়েন্টি দলের থাকা সদস্যরা হলেন সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম শেখ, আফিফ হোসেন ধ্রুব, আমিনুল ইসলাম বিপ্লব ও আবু হায়দার রনি।

আট জাতির এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৩ নভেম্বর। ‘বি’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, হংকং এবং সংযুক্ত আরব আমিরাত। গ্রুপ ‘এ’তে অংশ নিচ্ছে পাকিস্তান, শ্রীলঙ্কা, ওমান ও আফগানিস্তান।

গ্রুপ পর্বের খেলা অনুষ্ঠিত হবে কক্সবাজার ক্রিকেট একাডেমি ও সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) দুটি ভেন্যুতে। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বসবে টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ।

ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, সৌম্য সরকার, ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেন ধ্রুব, জাকির হাসান, মিনহাজুল আবেদিন আফ্রিদি, আমিনুল ইসলাম বিপ্লব, তানভীর ইসলাম, মাহমুদ হাসান, মেহেদী রানা, সুমন খান, মাহিদুল ইসলাম ভূঁইয়া, আবু হায়দার রনি এবং মাহাদী হাসান।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড