• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ছেলেকে ক্রিকেটার বানাতে চাকরি ছাড়েন বাবা!

  ক্রীড়া ডেস্ক

১১ নভেম্বর ২০১৯, ২১:২০
দীপক চাহার
ভারতীয় ক্রিকেটার দীপক চাহার (ছবি: সংগৃহীত)

ভারতের বিপক্ষে মুশফিকদের টি-টুয়েন্টি সিরিজ জয়ের স্বপ্ন একাই গুঁড়িয়ে দেন দীপক চাহার। ক্যারিয়ারের মাত্র সপ্তম টি-টুয়েন্টি খেলতে নেমেই গড়েন আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে সেরা বোলিংয়ের বিশ্ব রেকর্ড। ৭ রানে ৬ উইকেট শিকার করে ম্যাচসেরাও তিনিই হন।

কালকের ম্যাচের নায়ক দীপক চাহার, সে ব্যাপারে কারও দ্বিমত নেই। তবে একজন নেপথ্য নায়কও রয়েছে; তিনি দীপকের বাবার। সেদিন ছোট্ট সেই দীপকের খেলায় মুগ্ধ হয়ে বিমানবাহিনীর চাকরিটা না ছাড়লে এ ম্যাচে হয়তে দীপকের বল হাতে বাইশ গজে আতঙ্ক ছড়ানোই হতো না।

দীপকের বাবা লোকেন্দ্র বলেন, ‘যখন এয়ারফোর্সের চাকরি ছেড়ে দিই, তখন জানতাম ঠিক কী করতে চলেছি। কখনই এটাকে আত্মত্যাগ বলে মনে করিনি। ১২ বছর বয়সে ছেলেকে খেলতে দেখেই মনে হয়েছিল ওর মধ্যে প্রতিভা রয়েছে। সহজাত দক্ষতা ছিল ওর। আমি নিজেও ক্রিকেটার হতে চেয়েছিলাম। কিন্তু আমার বাবা অনুমতি দেননি। তাই ছেলের মাধ্যমে নিজের স্বপ্নটাই পূর্ণ করতে চেয়েছিলাম। চাইছিলাম দীপক যেন নিজেও এই স্বপ্ন দেখে।’

বাবার সেদিনের সেই আত্মত্যাগের প্রতিদান দিল সন্তান। আর তাই স্বপ্নপূরণের আত্মতুষ্টিতে ভুগছেন বাবা। লোকেন্দ্র বলেন, ‘এখন মনে হচ্ছে আমরা দুজনেই যে স্বপ্ন দেখেছিলাম তা পূর্ণ হয়েছে। আর এই পারফরম্যান্সের আগে নেটে ও অন্তত এক লক্ষ ডেলিভারি করেছে। ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ পর্যায়ে ও চোট পেয়েছিল। যে সময়ে চোট পায়, সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড