• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

টেস্ট খেলতে ইন্দোরে পৌঁছাল বাংলাদেশ

  ক্রীড়া ডেস্ক

১১ নভেম্বর ২০১৯, ১৯:২৫
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল
ইন্দোরে পৌঁছেছে বাংলাদেশ (ছবি : সংগৃহীত)

সফরের প্রথম ম্যাচে জিতে মানসিকভাবে এগিয়ে ছিল টাইগার শিবির। তারপর টানা দুইবারের চেষ্টাতেও ভারতকে হারাতে পারেনি তারা। টিম ইন্ডিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ জেতার স্বপ্নটা আর বাস্তবে রূপান্তরিত হলো না। ঠিক যেন সাফল্য দিয়ে শুরু হতাশায় শেষ! টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া হলো ঠিকই তবে বেশ কিছু ভালো স্মৃতি কাটলো রঙিন পোশাকে।

এবার সীমিত ওভারের ব্যর্থতা ভুলে সাদা পোশাকের লড়াই। এরই মধ্যে কোহলিদের বিপক্ষে খেলতে মধ্য প্রদেশের শহর ইন্দোরে পা রেখেছে বাংলাদেশ। শহরের বিজয় নগরের পাঁচ তারকা ম্যারিয়ট হোটেলে উঠেছে বাংলাদেশ টেস্ট দলের ক্রিকেটাররা। নাগপুর থেকে সরাসরি ফ্লাইটে দুপুরে ইন্দোরে পা রেখেছে টাইগাররা। আজ (সোমবার, ১১ নভেম্বর) পুরো দিনই বিশ্রামে কাটাবে মুমিনুল বাহিনী।

হলকার স্টেডিয়ামে ১৪ নভেম্বর ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ। কোহলিদের বিপক্ষে সাদা পোশাকের এ লড়াইয়ে টাইগারদের নেতৃত্বে আছেন মুমিনুল হক। সাকিব আল হাসান নিষিদ্ধ হতেই টেস্টের নিয়মিত সদস্য মুমিনুলের কাঁধেই নেতৃত্বের ভার তুলে দেয় বিসিবি। মুমিনুল ছাড়াও ইমরুল কায়েস, সাদমান ইসলাম, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, সাইফ হাসান, এবাদত হোসেন ও আবু জায়েদ রাহি নাগপুর থেকেই দলের সঙ্গে আছেন।

টেস্ট সিরিজে দলে থাকলেও পারিবারিক কারণে দেশে ফিরছেন মোসাদ্দেক হোসেন। তিনি টেস্ট দলে যোগ দিতে কবে ফিরবেন সেটা এখনো জানা যায়নি। এ দিকে, টি-টুয়েন্টি সিরিজ শেষ হতেই নাগপুর থেকে ঢাকার পথ ধরেছেন সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম শেখ, আফিফ হোসেন, আবু হায়দার রনি, আরাফাত সানি ও শফিউল ইসলাম।

বাংলাদেশের টেস্ট স্কোয়াড :

মুমিনুল হক (অধিনায়ক), ইমরুল কায়েস, সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, লিটন দাস, নাঈম হাসান, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, আল আমিন হোসেন, এবাদত হোসেন ও আবু জায়েদ রাহি।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড