• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাবর-শফিকের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় সংগ্রহের পথে পাকিস্তান

  ক্রীড়া ডেস্ক

১১ নভেম্বর ২০১৯, ১৮:৫৯
বাবর আজম ও আসাদ শফিক
বাবর আজম ও আসাদ শফিক (ছবি: সংগৃহীত)

টি-টুয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়ে অস্ট্রেলিয়া সফর শুরু করেছে পাকিস্তান। এবার টেস্ট সিরিজে ঘুরে দাঁড়ানোর পালা। সে লক্ষ্যে সোমবার (১১ নভেম্বর) অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে সফরকারীরা।

তিন দিনের এ প্রস্তুতি ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক আজহার আলী। তবে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি টপ অর্ডার ব্যাটসম্যানরা। ১৩ রানের মাথায় আউট হয়ে প্যাভিলয়নে ফেরেন অধিনায়ক আজহার আলী (১১)। নেসারের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি।

এরপর ৪৭ রানের মাথায় বিদায় নেন হারিস সোহেল। মেরেডিথের বলে আউট হওয়ার আগে তিনি করেন ১৮ রান। ইনিংসের ৬০ রানে আবারও ধাক্কা খায় সফরকারীরা। শান মাসদুকে (২২) নিজের দ্বিতীয় শিকার বানান মেরেডিথ।

তবে পুরো দিনে আর কোনো সাফল্য পায়নি অস্ট্রেলিয়া ‘এ’ দল। দিনের বাকি সময়টাতে দুর্দান্ত ব্যাটিং উপহার দেন বাবর আজম ও আসাদ শফিক। এ দুইজন গড়ে তোলেন ২৭৬ রানের অবিচ্ছিন্ন জুটি। বাবর ১৫৭ রানে ও শফিক ১১৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড