• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢাকার বিপক্ষে নাসিরের দুর্দান্ত সেঞ্চুরি

  ক্রীড়া ডেস্ক

১১ নভেম্বর ২০১৯, ১৭:২৮
নাসির হোসেন
বাংলাদেশের ডানহাতি অলরাউন্ডার সাকিব (ছবি : সংগৃহীত)

আম্পায়ারের সঙ্গে অসদাচরণ করায় নিষেধাজ্ঞার কবলে পড়েন নাসির হোসেন। যদিও জাতীয় দলের খেলোয়াড়দের ডেকে নেওয়ার কারণে, নিষেধাজ্ঞা বাতিল করে নাসিরকে আবার জাতীয় লিগে খেলার সুযোগ দেয়া হয়। সেই সুযোগ কাজে লাগাতে বদ্ধপরিকর ডানহাতি ব্যাটসম্যান। ব্যাট হাতে একের পর এক বড় ইনিংস খেলতে থাকেন তিনি। যার ধারাবাহিকতায় এবার করলেন দুর্দান্ত এক সেঞ্চুরি।

জাতীয় লিগে বগুড়ার শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা বিভাগের বিপক্ষে পঞ্চম রাউন্ডের খেলায় রংপুরের হয়ে সেঞ্চুরি করেন তিনি। ম্যাচের তৃতীয় দিনে ঢাকার বোলারদের সামনে শুরুতে ব্যাটসম্যানরা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে শুরু করলে একপাশ আগলে ধরে রংপুরকে রক্ষা করেন নাসির।

তবে, দায়িত্বশীল ব্যাটিংই করা নয় শুধু, রানের চাকাও সচল রেখেছেন তিনি। যার ধারাবাহিকতায় দুর্দান্ত এক সেঞ্চুরি উঠে এলো তার ব্যাটে। ২০০ বল খেলে ১০টি বাউন্ডারির সাহায্যে শতরানের মাইলফলক স্পর্শ করেন নাসির। দিন শেষে ২০৫ বল খেলে ১০৪ রানে অপরাজিত ছিলেন তিনি।

নাসিরের সেঞ্চুরিতে ঢাকার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে রংপুরের সংগ্রহ পাঁচ উইকেটে ২০০ রান। এতে ঢাকার বিপক্ষে ২১২ রানে এগিয়ে রয়েছে রংপুর। প্রথম ইনিংসে রংপুরের ২৩৪ রানের জবাবে ২২২ রানে অলআউট হয় ঢাকা বিভাগ।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড