• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

পয়েন্ট টেবিলে ম্যানইউর লম্বা লাফ

  ক্রীড়া ডেস্ক

১০ নভেম্বর ২০১৯, ২২:১২
ম্যানইউ
গোলের পর ম্যানইউ ফুটবলারদের উল্লাস (ছবি: সংগৃহীত)

প্রিমিয়ার লিগে নিজেদের ১২তম ম্যাচে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে ৩-১ গোলের বড় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এ জয়ে এক লাফে পয়েন্ট টেবিলের ১৪তম অবস্থান থেকে ৭ম অবস্থানে উঠে দলটি।

ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে খেলতে নেমে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ম্যানইউ। চরম বাজে সময় পাড় করা ম্যানইউর হয়ে গোল করেন আন্দ্রেস পেরেইরা। মার্শিয়ালের অ্যাসিস্টে গোল করেন তিনি।

প্রথম গোলের দুই মিনিট পরই ব্যবধানে দ্বিগুণ হয় ম্যানইউর। প্রতিপক্ষের ফুটবলার প্রোপারের আত্মঘাতী গোল করে ম্যানইউকে ২-০ তে এগিয়ে দেন। প্রথমার্ধের বাকি সময় আর কোনো গোল হয়নি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য গোল হজম করে ম্যানইউ। গোলের ব্যবধান কমান ব্রাইটনের ফুটবলার গ্লেন মুরে। এরপর ৬৬ মিনিটে গোলের ব্যবধান ৩-১ করে দলের জয় নিশ্চিত করেন লুইস ডাঙ্ক।

এ জয়ে ১২ ম্যাচ শেষে ম্যানইউর পয়েন্ট দাঁড়ায় ১৬ পয়েন্ট। পয়েন্ট টেবিলে ম্যানইউর ঠিক ওপরে থাকা আর্সেনালের সংগ্রহ ১২ ম্যাচে ১৭।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড