• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

শচীনের রেকর্ড ভাঙলেন শেফালী 

  ক্রীড়া ডেস্ক

১০ নভেম্বর ২০১৯, ২১:১৮
শেফালী ভার্মা
ভারতীয় নারী ক্রিকেটার শেফালী ভার্মা (ছবি: সংগৃহীত)

ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের ৩০ বছর আগের রেকর্ড ভাঙলেন তারই স্বদেশি শেফালী ভার্মা। শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলে নারী-পুরুষ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে ফিফটি হাঁকানোর রেকর্ড এখন শেফালীর।

শনিবার (৯ নভেম্বর) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ওপেনার শেফালী খেলেন ৪৯ বলে ৭৩ রানের দুর্দান্ত ইনিংস। ৬ চার ও ৪ ছক্কায় এ ইনিংস সাজান তিনি। ক্যারিয়ারে পঞ্চম টি-টুয়েন্টি খেলতে নেমেই হাফসেঞ্চুরির দেখা পেলেন তিনি। এছাড়া স্মৃতি মান্ধানার সঙ্গে গড়ে তোলেন ১৪৩ রানে জুটি। ম্যাচটি ৮৪ রানের বড় ব্যবধানে জিতেছে ভারত। এটি আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় নারীদের সর্বোচ্চ ওপেনিং জুটি।

২০০৪ সালের ২৮ জানুয়ারি জন্মগ্রহণ করেন শেফালী। হাফসেঞ্চুরি করার দিন তার বয়স ছিল ১৫ বছর ২৮৫ দিন। অন্যদিকে ভারতের ক্রিকেট ঈশ্বর খ্যাত শচীন টেন্ডুলকার ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি পেয়েছিলেন ১৬ বছর ২১৪ দিন বয়সে (২৩ ডিসেম্বর ১৯৮৯), যা এতদিন আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে হাফসেঞ্চুরি করার রেকর্ড ছিল।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড