• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিসিবির প্রধান নির্বাচকের কাছে লিংক চাইলেন ভারতীয় ক্রিকেটার

  ক্রীড়া ডেস্ক

১০ নভেম্বর ২০১৯, ১৫:১৫
মিনহাজুল আবেদীন নান্নু
বিসিবির প্রধান নির্বাচক নান্নু (ছবি : সংগৃহীত)

প্রধান নির্বাচকের দায়িত্বে থাকা মিনহাজুল আবেদীন নান্নু পড়েছেন বিপদে। খেলোয়াড়রা বারবার ফোন করে জানতে চায় কোন গ্রেডের খেলোয়াড় তারা। গ্রেডভুক্ত ৪০০ ক্রিকেটার রয়েছে বিপিএলে খেলার জন্য। নির্বাচক হিসেবে সবার গ্রেড মনে রাখা সহজ নয়। বিশ্বের সব ফ্র্যাঞ্জাইজি লিগে খেলোয়াড় নিবন্ধনের নিয়ম রয়েছে। শুধু বিসিবিতে নেই। তাই গ্রেডিং নিয়ে সমস্যায় পড়তে হয়।

১৭ নভেম্বর বিপিএল নিলামের আগে খেলোয়াড়দের তালিকা চূড়ান্ত করে ফেলেছে বিসিবি। এতেই ক্রিকেটাররা দারুণ উৎসুক কে কোন গ্রেডের তা জানতে। কারণ গ্রেডের সঙ্গেই পারিশ্রমিকের অংকটা যুক্ত। ভারত সফরে থাকা ক্রিকেটাররাও এ বিষয়ে নান্নুর কাছে জানতে চান। এমনকি কয়েকজন ভারতীয় ক্রিকেটারেরও আগ্রহের শেষ নেই। মিনহাজুলই জানালেন, মুনাফ প্যাটেল তাকে ফোন দিয়ে জানতে চেয়েছেন, লিগে নিবন্ধন করার লিংক পাবেন কোথায়? বিসিবির প্রধান নির্বাচকের জবাবও হয়েছে মজা করে, ‘আমার নিজেরই লিংক নেই, তোমাকে কীভাবে লিংক দেব!’

এ দিকে, সিরিজ নির্ধারণী টি-টুয়েন্টি দেখতে নাগপুরে পৌঁছেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। এ ম্যাচ দেখতে বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সে থাকবেন আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহরও। শোনা গিয়েছিল মাঠে থাকতে পারেন ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। পরে বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব আনন্দ জয়সওয়াল জানালেন, সৌরভ আসছেন না।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড