• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাখির মতো ইউসুফ পাঠানের দুর্দান্ত ক্যাচ (ভিডিও)

  ক্রীড়া ডেস্ক

১০ নভেম্বর ২০১৯, ১০:২৫
ইউসুফ পাঠান
ভারতীয় অলরাউন্ডার ইউসুফ পাঠান (ছবি : সংগৃহীত)

ব্যাট হাতে রানের খাতা খুলতে পারেননি। কিন্তু ফিল্ডিং করার সময়ে বাজ পাখির মতো ছোঁ মেরে ক্যাচ ধরে নজর কাড়লেন ইউসুফ পাঠান। সেই ক্যাচের ভিডিও ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়।

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বরোদা বনাম গোয়ার ম্যাচে ফিল্ডিং করতে নেমে সবার মন জিতে নিয়েছেন ইউসুফ। ২০১২ সালের পরে জাতীয় দলের হয়ে আর খেলতে দেখা যায়নি তাকে। ঘরোয়া টুর্নামেন্ট, আইপিএল খেলছেন অবশ্য। কিন্তু জাতীয় দলের বাইরে থাকলেও নিজেকে যে বেশ ফিট রেখেছেন পাঠান, গোয়ার বিরুদ্ধে ফিল্ডিং করার সময়ে সেটারই প্রমাণ মিলল।

গোয়ার ব্যাটসম্যান দর্শন মিশালের ক্যাচ শরীর ছুঁড়ে ধরেন পাঠান। সেই ক্যাচের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইয়ের দুরন্ত ক্যাচ ধরা দেখে ইরফান পাঠান টুইট করেছেন, ‘এ কি পাখি? না এ তো ইউসুফ পাঠান। গ্রেট ক্যাচ লালা। প্রি সিজনে তোমার কঠিন পরিশ্রম কাজে এসেছে’।

ইরফানের এ হেন টুইটের পরে রশিদ খান লিখেছেন, ‘দুর্দান্ত ক্যাচ ইউসুফভাই। ইয়ে পাঠান কা হাত হ্যায় ঠাকুর।’ সানরাইজার্স হায়দরাবাদে পাঠানের সতীর্থ রশিদ খান। ইউসুফের শরীর ছুঁড়ে দিয়ে ক্যাচ ধরা দেখে মুগ্ধ আফগান স্পিনারও।

টি-টুয়েন্টির এ লড়াইয়ে প্রথমে ব্যাট করে বরোদা করে নয় উইকেটে ১৪৯ রান। ইউসুফ পাঠানের মতো বিস্ফোরক ব্যাটসম্যান কোনো রান করেননি। স্বপ্নিল সিং বরোদার ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ৫০ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে গোয়া ১৯ ওভার চার বলে জয় নিশ্চিত করে। তবে ম্যাচ হারলেও পাঠানের ক্যাচ নিয়ে আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড