• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

যে কারণে মেসির বাড়ির আকাশে বিমান যাওয়া নিষিদ্ধ

  ক্রীড়া ডেস্ক

০৯ নভেম্বর ২০১৯, ২২:২৯
লিওনেল মেসি
লিওনেল মেসি ও তার বাড়ি (ছবি : সংগৃহীত)

বিশ্বের অন্যতম সেরা ফুটবল তারকা মেসি থাকেন বার্সেলোনার গ্যাবায়। মেসির বাড়ির আকাশে বিমান চলাচল নিষিদ্ধ। এর আগে এ ব্যাপারে এক প্রেস কনফারেন্স ভুলিং এয়ারলাইন্সের প্রেসিডেন্ট জানিয়েছিলেন ‘এটি পৃথিবীর একমাত্র জায়গা যার ওপর দিয়ে আপনি প্লেন ওড়াতে পারেন না।’

এরপর স্প্যানিশ এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়, বার্সেলোনা বিমানবন্দরে আরও একটা টার্মিনাল যোগ করা যাচ্ছে না, কারণ মেসির বাড়ির ওপর দিয়ে বিমান ওড়ার অনুমতি নেই।

মেসির বাড়ির ওপর দিয়ে বিমান চলাচল নিষিদ্ধ- এমন তথ্য শোনার পর সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। অনেকেই এজন্য মেসির সমালোচনাও করেন। তবে ব্যাপারটিকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছিল।

সত্যিটা হলো- বিমান চলাচলের আসল কারণ মেসির বাড়ি নয়। মেসি থাকেন গ্যাবাতে। বার্সেলোনা থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত এ জায়গাটি দেল গ্যারাফ ন্যাচারাল পার্কের অন্তর্ভুক্ত। আর এ অঞ্চলে রয়েছে অসংখ্য বিপন্নপ্রায় প্রাণী ও উদ্ভিদ। আর এ কারণেই স্প্যানিশ সরকার এ অঞ্চলে বিমানের রুট দেওয়া নিষিদ্ধ করেছে।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড