• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিরিজ জিততে একাদশে পরিবর্তনের আভাস

  ক্রীড়া ডেস্ক

০৯ নভেম্বর ২০১৯, ১৯:২২
বাংলাদেশ ক্রিকেট দল
ভারত-বাংলাদেশ ম্যাচের মুহূর্ত (ছবি: সংগৃহীত)

ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয় পায় বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে হেরে মুদ্রার উল্টো পিঠ দেখে মুশফিক-মাহমুদউল্লাহরা। ফলে নাগপুরে সিরিজের শেষ ম্যাচটি সিরিজ নির্ধারণী ম্যাচে রূপ নিয়েছে।

গুরুত্বপূর্ণ এ ম্যাচে পরিবর্তন আসতে পারে বাংলাদেশের একাদশে। সিরিজের প্রথম দুই ম্যাচে বাংলাদেশ ৩ পেসার নিয়ে খেললেও এ ম্যাচে খেলানো হতে পারে দুইজনকে। আর একজন বাড়তি স্পিনার নেয়া হতে পারে একাদশে।

ফলে প্রথমবারের মতো এ সিরিজে সুযোগ পেতে পারেন স্পিনার আরাফাত সানি। আর তাকে জায়গা ছেড়ে দিতে একাদশের বাইরে যেতে হতে পারে পেসার আল আমিনকে। তিন বছর পর ফিরে প্রথম ম্যাচে ভালো খেললেও দ্বিতীয় ম্যাচে নামের প্রতি সুবিচার করতে পারেননি আল আমিন। তাই বাদ পড়তে হচ্ছে তাকে। অন্যদিকে অভিজ্ঞতার কারণে টিকে যাচ্ছেন শফিউল ইসলাম ও মুস্তাফিজুর রহমান। প্রাথমিকভাবে আর কোনো পরিবর্তনের তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে নাগপুরে রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় মাঠে নামবে বাংলাদেশ ও ভারত।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ লিটন কুমার দাস, মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, আমিনুল ইসলাম, আরাফাত সানি/আল-আমিন, শফিউল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড