• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ট্রফি আনতে ভারত যাচ্ছেন পাপন

  ক্রীড়া ডেস্ক

০৯ নভেম্বর ২০১৯, ১৮:৫৬
নাজমুল হাসান পাপন
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন (ছবি: সংগৃহীত)

টি-টুয়েন্টি সিরিজের শেষ ম্যাচে নাগপুরে রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। আগের দুই ম্যাচে দুই দলই সমান একটি করে জয় পাওয়ায় এ ম্যাচটি রূপ নিয়েছে অলিখিত ফাইনালে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এ ম্যাচ জিতে সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী।

সিরিজের প্রথম ম্যাচ দেখতে রাজকোটে গিয়েছিলেন পাপন। সে ম্যাচে ভারতকে ৭ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নেয় মুশফিক-মাহমুদউল্লাহরা। অবশ্য দ্বিতীয় ম্যাচ দেখতে যাননি বিসিবি সভাপতি। দুর্ভাগ্যজনকভাবে সে ম্যাচটি বাংলাদেশ হেরে যায়। শেষ ম্যাচ দেখতে শনিবার (৯ নভেম্বর) নাগপুর যাচ্ছেন পাপন। এ ম্যাচ জিতে ট্রফি নিয়েই দেশে ফিরবেন বলে জানান তিনি।

নাজমুল হাসান পাপন বলেন, ‘আমি আসার সময় বলেছিলাম তৃতীয় ম্যাচে আবার যাব। যাচ্ছিই যখন ট্রফি আনার জন্যই যাব, দেখা যাক ১৬ কোটি মানুষের দোয়া অবশ্যই কাজে লাগতে পারে।’

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড