• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিপিএল মাতাবেন ভারতীয় ক্রিকেটাররা!

  ক্রীড়া ডেস্ক

০৯ নভেম্বর ২০১৯, ১৪:২৪
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতীয় নতুন ক্রিকেট বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন। জানা গেছে নাগপুরে আজ (৯ নভেম্বর) দুই বোর্ড প্রেসিডেন্টের সাক্ষাতের কথা রয়েছে। এর আগে গণমাধ্যমের কাছে বিসিবি বস ভারতীয় খেলোয়াড়দের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে) পাওয়ার আগ্রহ প্রকাশ করেন।

দেশের বাইরে অন্য কোনো দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি পান না ভারতের ক্রিকেটাররা। তবে বেশ কয়েকবার বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট লিগগুলোতে খেলে গেছেন ইউসুফ পাঠানের মতো ভারতীয় ক্রিকেটার। এবার বিপিএলেও তাদের নিয়ে আসতে চান বিসিবি বস নাজমুল হাসান পাপন।

আজ নাগপুরে ডিসেম্বরে শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু বিপিএলে ভারতীয় ক্রিকেটার নিয়ে আসার ব্যাপারে গাঙ্গুলির সঙ্গে আলোচনা করবেন পাপন। এ ব্যাপারে বিসিবি বস বলেন, ‘ওরাতো তাদের ক্রিকেটারদের বাইরে খেলতে দেয় না, তাই বিপিএলে কিছু খেলোয়াড় আনা যায় কিনা এ ব্যাপারে আলোচনা হবে। যদি আনা যায় খুব ভালো হবে আমাদের জন্য। বঙ্গবন্ধু বিপিএলে কোন কোন খেলোয়াড় আনা যায় সেটাও গুরুত্বপূর্ণ আমাদের জন্য।’

বঙ্গবন্ধু বিপিএলে ভারতীয় ক্রিকেটারদের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে পাপন বলেন, ‘একটা টুর্নামেন্ট চলায় পাকিস্তানি ক্রিকেটারদের পাওয়া যাবে না তাই ভারত, শ্রীলঙ্কার দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। আফগানিস্তান থেকে কয়েকজন স্পিনার নিব কিন্তু দল সাজাতে ভারতীয়দের লাগবে।’

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড