• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

শেষ ম্যাচেও ব্যাটিং উইকেট চান রোহিত

  ক্রীড়া ডেস্ক

০৯ নভেম্বর ২০১৯, ০৪:৪৬
রোহিত ও শিখর
রোহিত ও শিখর (ছবি : সংগৃহীত)

ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা রাজকোটে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টুয়েন্টির মতো নাগপুরে শেষ টি-টুয়েন্টির জন্য ব্যাটিং উইকেটের দাবি জানিয়ে রাখলেন। রোহিত মনে করেন, রাজকোটে পছন্দের উইকেট পেয়েছে বলেই এমন জ্বলে উঠতে পেরেছে ভারত।

রোহিত বলেছেন, ‘যদি আমাদের এই ব্যাটিং লাইনআপের দিকে তাকান, সবাই দারুণ প্রতিভাবান, প্রথম বল থেকে ওরা আগ্রাসী ক্রিকেট খেলতে পছন্দ করে। দিল্লিতে শুরু থেকেই মাঝ ব্যাটে খেলা সহজ ছিল না। কিন্তু এ ধরনের উইকেটে আশা করা যায়, ভারত শুরু থেকে চড়াও হবে।’

টিম ইন্ডিয়ার কাপ্তান আরও বলেন, ‘টসের ব্যাপারে আমরা ভাগ্যবান ছিলাম। অবশ্যই আমরা প্রথমে বোলিং করতে চেয়েছিলাম। ভেবেছিলাম, ওদের ১৬০ রানের আশপাশে থামিয়ে রাখতে পারলে সেটা হবে আমাদের জন্য ভালো কিছু। ওরা খুব ভালো ব্যাটিং করেছে। আমরা ভেবেছিলাম এই ম্যাচে স্পিনারদের ভূমিকা হবে গুরুত্বপূর্ণ। বলে গতি না রাখা ছিল খুব গুরুত্বপূর্ণ। আর মাঝের ওভারগুলোতে আমরা খুব ভালো কাজ করেছি।’

রাজকোটে বিশ্বের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে টি-টোয়েন্টিতে শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করলেন রোহিত। এতে নিজেও অনেক বেশি উচ্ছ্বসিত তিনি। গর্বিত এই ক্রিকেটার বলেন, ‘দেশের হয়ে ১০০ ম্যাচ খেলতে পারাটা গর্বের ব্যাপার। আমি কোনো দিনও ভাবিনি এতগুলো ম্যাচ খেলার সুযোগ পাব। এই সুযোগ পাওয়ার জন্য আমি কৃতজ্ঞ।’

নিজের শততম ম্যাচে চমক দেখিয়েছেন রোহিত। ৪৩ বলে ৮৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। তার ব্যাটিং তাণ্ডবে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে হারায় ভারত। আর তাতেই সিরিজে সমতা আনতে পারে ভারত। সিরিজের প্রথম ম্যাচ হেরেছিল ভারত। ব্যাটিং তাণ্ডব দিয়ে ভারতকে সিরিজে ফেরালেন রোহিত।

রাজকোটের উইকেটের কারণে নিজের প্রতি আত্মবিশ্বাস ছিল রোহিতের। তাই ব্যাট হাতে বড় ইনিংস খেলা সহজ হয়েছে বলে জানান তিনি, ‘রাজকোটের পিচে রান আসে। এটিও জানতাম, এই পিচে দ্বিতীয় ইনিংসে বোলাররা সমস্যায় পড়বে। আমরা সেই সুবিধা নিতে পেরেছি। আর পাওয়ার প্লের কল্যাণে কাজ সহজ হয়ে যায়। ব্যাট হাতে নামলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। পরিস্থিতি আমার পক্ষেই ছিল। তাই বল উড়িয়ে দেওয়ার লক্ষ্য ছিল আমার।’

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড