• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

শক্তিশালী জর্ডানকে রুখে দিয়ে আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ

  ক্রীড়া ডেস্ক

০৮ নভেম্বর ২০১৯, ২২:৩১
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দল
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দল (ছবি: সংগৃহীত)

র‍্যাঙ্কিংয়ে দুই দলের ব্যবধান ৮৬; বাংলাদেশের অবস্থান ১৮৪ ও জর্ডানের ৯৮। বড় জয়ের স্বপ্ন নিয়েই বাংলাদেশের বিপক্ষে বাহরাইনে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে মাঠে নেমেছিল শক্তিশালী জর্ডান। তবে তাদের স্বপ্নভঙ্গ করে ম্যাচটি ড্র করে বাংলাদেশের যুবারা।

হার দিয়ে বাছাইপর্ব শুরু করে বাংলাদেশ। স্বাগতিক বাহরাইনের কাছে ০-৩ গোলের বড় ব্যবধানে হারে তারা। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াল ইয়াসিন আরাফাতের দল। শুক্রবার (৮ নভেম্বর) শক্তিশালী জর্ডানকে রুখে দিয়েছে ১-১ গোলের ব্যবধানে। ফলে এক পয়েন্ট নিয়ে চূড়ান্ত পর্বে যাওয়ার ক্ষীণ সম্ভাবনা টিকিয়ে রাখল তারা। নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান। এ ম্যাচে বড় ব্যবধানে জেতার পাশাপাশি বাংলাদেশকে তাকিয়ে থাকবে হবে জর্ডান ও বাহরাইনের ম্যাচের দিকেও। এছাড়া চূড়ান্ত পর্বে যেতে বাকি দশ গ্রুপের দিকেও তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে।

ম্যাচে প্রথম গোল বাংলাদেশই হজম করে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে পিছিয়ে পড়ে তারা। তবে দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে বাংলাদেশ। কাজী রাহাত মিয়ার লম্বা থ্রো থেকে হেডে বাংলাদেশ দলকে খেলায় ফেরান অধিনায়ক ও সেন্টারব্যাক ইয়াসিন আরাফাত। এরপর ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

বাছাইপর্বে ১১টি গ্রুপে ভাগ হয়ে পুরো এশিয়ায় বাছাইপর্ব অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দল আগামী বছর উজবেকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া চূড়ান্তপর্বে খেলবে। এছাড়া ১১ গ্রুপ থেকে সেরা চার রানার্সআপ দলও সরাসরি চূড়ান্তপর্বে খেলার সুযোগ পাবে।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড