• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

৯ ব্যাটসম্যানই আউট শূন্য রানে!

  ক্রীড়া ডেস্ক

০৮ নভেম্বর ২০১৯, ১৯:৫২
প্রমীলা জাতীয় ক্রিকেট লিগ
ছবি: সংগৃহীত

চরম অনিশ্চয়তার খেলা ক্রিকেট। ক্রিকেটে যেমন ঘটে অবিশ্বাস্য সব রেকর্ড, তেমনি কখনো কখনো অনেক অদ্ভুত রেকর্ডও দেখা যায়। তবে সব ছাপিয়ে এবার ঘটেছে হাস্যকর এক কাণ্ড, আর তা ঘটেছে আমাদের দেশেই।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) থেকে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৮ প্রমীলা জাতীয় ক্রিকেট লিগ। প্রথম দিনের ম্যাচে মুখোমুখি হয় ময়মনসিংহ বিভাগ ও বরিশাল বিভাগ। তবে ময়মনসিংহের মাঠে বরিশাল বিভাগের ক্রিকেটাররা রীতিমতো হাস্যকর কাণ্ড ঘটায়। স্বাগতিক বোলারদের তোপের মুখে বরিশালের ইনিংস গুটিয়ে যায় মাত্র ৩০ রানে।

তবে এত অল্প রানে কোনো দলের অলআউট হওয়া নতুন কিছু নয়। আন্তর্জাতিক ক্রিকেটেও এমন ঘটেছে। হাস্যকর বিষয় হচ্ছে, দলের ১১ জন ব্যাটসম্যানের মধ্যে ৯ জনই আউট হয়েছে শূন্য রানে। এছাড়া ৩০ রানের মধ্যে ১৯ রান অতিরিক্ত। দলের প্রথম ৯ জনের ৭ জন ব্যাটসম্যানই শূন্য রানে আউট হয়েছে। ৮ নম্বরে ব্যাটিংয়ে নামা লিজা সুলতানা করেন সর্বোচ্চ ১০ রান। আর আরেক ব্যাটসম্যান টুম্পা অপরাজিত থাকেন ১ রানে।

জবাবে ব্যাট করতে নেমে পারেনি ময়মনসিংহ বিভাগও। ব্যাটিং বিপর্যয়ে পড়ে তারা অলআউট হয় ৫৯ রানে।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড