• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেও আফসোস অজিদের

  ক্রীড়া ডেস্ক

০৮ নভেম্বর ২০১৯, ১৭:৪০
অস্ট্রেলিয়া-পাকিস্তান সিরিজ
পার্থেও অস্ট্রেলিয়ার সহজ জয় (ছবি : সংগৃহীত)

পাকিস্তানকে টি-টুয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচ সিরিজের শেষ টি-টুয়েন্টিতে সফরকারীদের ১০ উইকেটে হারিয়েছে স্বাগতিক শিবির। এতে ২-০তে সিরিজ জিতল অজিরা। প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। পার্থে মাত্র ১০৭ রানের টার্গেট পায় অস্ট্রেলিয়া। ফিঞ্চ ও ওয়ার্নারের মারমুখি ব্যাটে ১১ ওভার পাঁচ বলে সহজে জয় তুলে নেয় স্বাগতিকরা। ৩৬ বলে ৫২ রানে অপরাজিত ছিলেন ফিঞ্চ। আর ৩৫ বলে ৪৮ রানে অপরাজিত ওয়ার্নার।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে পাকিস্তান। ২২ রানে তিন উইকেট হারায় সফরকারী শিবির। টানা দুই ম্যাচে হাফসেঞ্চুরি করা বাবর আউট ছয় রানে। রিজওয়ান আউট শূন্যতে। ওপেনার ইমাম ফিরে যান ১৪ রানে। এরপর ইফতিখার ছাড়া আর কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেনি। নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারায় পাকিস্তান। ৩৭ বলে ৪৫ রানে ইফতিখারকে আউট করেন রিচার্ডসন। ২০ ওভারে আট উইকেটে মাত্র ১০৬ রান তোলে বাবর বাহিনী। অজিদের পক্ষে চার ওভারে ১৮ রানে তিন উইকেট নেন রিচার্ডসন আর অ্যাবট চার ওভারে ১৪ রানে শিকার করেন দুই উইকেট।

সিরিজ হারলেও আইসিসি টি-টুয়েন্টি র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে পাকিস্তান। মাত্র এক পয়েন্টের জন্য বাবর আজমদের ছুঁতে পারেনি অস্ট্রেলিয়া। সিরিজে দুই জয় শেষে ২৬৯ রেটিং পয়েন্ট অর্জন করেছে তারা। সিডনিতে বৃষ্টির কারণে প্রথম ম্যাচ পরিত্যক্ত না হলে নিশ্চিতভাবে পয়েন্ট বাড়ত অজিদের। এতে শীর্ষস্থান দখল করতে পারত অস্ট্রেলিয়া। তাই সিরিজ জিতলেও আফসোস রয়ে গেছে ফিঞ্চদের।

সংক্ষিপ্ত স্কোর : পাকিস্তান ১০৬/৮, অস্ট্রেলিয়া ১০৯/০ ফলাফল : তিন ম্যাচ সিরিজে ২-০তে জয়ী অস্ট্রেলিয়া ম্যাচ সেরা : শন অ্যাবট সিরিজ সেরা : স্টিভেন স্মিথ

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড