• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাংলাদেশ থেকে টি-টেন খেলবে মাত্র একজন

  ক্রীড়া ডেস্ক

০৮ নভেম্বর ২০১৯, ১৬:৪৯
টি-টেন
টি-টেন লিগের তৃতীয় আসর (ছবি : সংগৃহীত)

সংযুক্ত আরব আমিরাতে এবারই প্রথম টি-টেন ক্রিকেট লিগে বাংলাদেশের একটি ফ্র্যাঞ্জাইজি দল খেলছে। নাম তার ‘বাংলা টাইগার্স’। নামকরণকে সার্থক করতেই দলে সুযোগ পান বাংলাদেশের ৭ জন ক্রিকেটার। আরব আমিরাতের মাটিতে সিংহভাগ বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে গড়া দলের খেলা দেখতে মুখিয়ে ছিলেন টাইগার ক্রিকেট ভক্তরা। তবে তাদের জন্য শেষ পর্যন্ত এলো হতাশার খবর।

সাতজন নন, বাংলা টাইগার্স দলে খেলতে পারবেন বাংলাদেশের মাত্র একজন। সেই সৌভাগ্যবান ক্রিকেটার হচ্ছেন অলরাউন্ডার ফরহাদ রেজা। মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে অনাপত্তিপত্র (এনওসি) না পাওয়াতেই বাকি ক্রিকেটাররা যেতে পারছেন না। জাতীয় লিগ, ইমার্জিং দলের এশিয়া কাপ, ‘এ’ দলের সফরসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিরিজ থাকায় বাকিদের এনওসি দেয়নি বিসিবি।

টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফটে ফরহাদ রেজার সঙ্গে ছিলেন এনামুল হক বিজয়, জুনায়েদ সিদ্দিকী, আরাফাত সানি, ইয়াসির আলী রাব্বি, মেহেদি হাসান ও আবু হায়দার রনি। তাদের মধ্যে কেবল ফরহাদ রেজাই যাচ্ছেন। এর আগে টি-টেন লিগের দুটি আসর হয়েছে। আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে টুর্নামেন্টের তৃতীয় আসর।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড