• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

মালান-মরগানের তাণ্ডবে সমতায় ফিরল ইংল্যান্ড

  ক্রীড়া ডেস্ক

০৮ নভেম্বর ২০১৯, ১৫:১২
উল্লাসে ইংলিশ ক্রিকেটাররা
উল্লাসে ইংলিশ ক্রিকেটাররা (ছবি : সংগৃহীত)

ডেভিড মালান ও ইয়ন মরগানের ব্যাটিং তাণ্ডবে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টুয়েন্টিতে স্বাগতিকদের ৭৬ রানে হারিয়ে সিরিজে সমতায় ফিরেছে ইংলিশরা।

টস হেরে আগে ব্যাট করে ইংলিশদের দেওয়া ২৪২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৬.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৬৫ রান করতে সক্ষম হয় স্বাগতিকরা। দলের হয়ে সর্বোচ্চ ১৫ বলে ৩৯ রান করেন টিম সাউদি।

এর আগে ইংল্যান্ডের শুরুটা দুর্দান্ত করেন টম ব্যানট। কিন্তু ১ ছক্কা ও ৪ চারে ৩১ রানের মাথায় স্যান্টনার বলে লেগ বিপদের ফাঁদে পড়ে ফিরেন তিনি। তার আগে ওপেনার বেয়ারস্টোকেও ৮ রানে ফেরান স্যান্টনার।

পরবর্তীতে মালান-মরগান রেকর্ড করা সর্বোচ্চ ১৮২ রানের জুটি গড়েন। মালান দুর্দান্ত শতক হাঁকালেও, শতকের কাছে গিয়ে ফিরতে হয় মরগানকে।

মরগান মাত্র ৪১ বলে ৭ ছক্কা ও ৭ চারে ৯১ রান করে সাউদির বলে ফিরেন। কিন্তু মালান মাত্র ৫১ বলে ৬ ছক্কা ও ৯ চারে ১০৩ রানে অপরাজিত থাকেন।

সংক্ষিপ্ত স্কোর : ইংল্যান্ড : ২৪১/৩ (২০ ওভার) নিউজিল্যান্ড : ১৬৫/১০ (১৬.৫ ওভার) ফল : ইংল্যান্ড জয়ী ৭৬ রানে।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড