• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নতুন ভেন্যুতে আইপিলের চমক

  ক্রীড়া ডেস্ক

০৭ নভেম্বর ২০১৯, ১৯:২৯
আইপিএল
আইপিএলে যুক্ত হচ্ছে নতুন ভেন্যু (ছবি : সংগৃহীত)

রাজস্থান রয়্যালসের জার্সি পরে গতবারের আইপিএলে নজর কেড়েছিলেন রিয়ান পরাগ। আসামের প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে খেলেন রিয়ান। এ বার তার রাজ্যেই আইপিএল ম্যাচ হবে। দেশের বিভিন্ন প্রান্তে আইপিএল হলেও আসামে এ টুর্নামেন্টের একটি ম্যাচও হয়নি। এই রাজ্যের ক্রিকেটপ্রেমীরা যাতে ঘরের ছেলের খেলা দেখতে পারেন, সেই কারণেই রাজস্থান রয়্যালস গৌহাটিতে তাদের হোম ম্যাচ ফেলার আবেদন জানিয়েছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কাছে।

রাজস্থান রয়্যালসের সেই আবেদন মেনেও নেওয়া হয়। অর্থাৎ আগামী বছর ঘরের ছেলের খেলা দেখবেন আসামের মানুষ। গৌহাটিতে আইপিএলে তিনটি ম্যাচ খেলার জন্য আগেই বোর্ডের কাছে আবেদন করেছিল রয়্যালস। আইপিএলের গভর্নিং কাউন্সিল জানিয়ে দেয়, তিনটির পরিবর্তে দুটি ম্যাচ হবে গৌহাটিতে।

আইপিএলের আগেই অবশ্য গৌহাটিতে বসছে আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচ। ৫ জানুয়ারি ভারত-শ্রীলঙ্কা টি-টুয়েন্টি ম্যাচ খেলা হবে গৌহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে। সেই ম্যাচের পরে আইপিএলের ম্যাচ নিয়ে চিন্তাভাবনা করবে আসাম ক্রিকেট সংস্থা। রাজস্থান রয়্যালসের ঘরের মাঠ হিসেবে সাজিয়ে তোলা হবে বর্ষাপাড়া স্টেডিয়াম।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড