• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

গাঙ্গুলি-কোহলির রেকর্ড ভাঙলেন স্বদেশি তরুণী

  ক্রীড়া ডেস্ক

০৭ নভেম্বর ২০১৯, ১৬:৫৫
স্মৃতি মান্দানা
ভারত নারী ক্রিকেট দলের ওপেনার স্মৃতি (ছবি : সংগৃহীত)

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২ হাজার রান সংগ্রহের তালিকায় নাম তুললেন ভারতীয় ওপেনার স্মৃতি মান্দানা। এই তালিকায় নারী ক্রিকেটারের মধ্যে তার স্থান তিনে। তার চেয়ে কম ইনিংসে ২ হাজার রান পূর্ণ করেছেন মাত্র দুইজন। দুজনই অস্ট্রেলিয়ার। ৪১ ইনিংসে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন বেলিন্ডা ক্লার্ক। আরেক অজি তারকা ম্যাগ ল্যানিং এ কীর্তি গড়তে খেলেন ৪৫ ইনিংস।

আর স্মৃতি ৫১ ইনিংসে ২ হাজার ২৫ রান নিয়ে তালিকার তিনে উঠে এলেন। বুধবার (৬ নভেম্বর) অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্মৃতির অর্ধশতকের ওপর ভরে করে জয় তুলে নেয় ভারত। ৬৩ বলে ৭৪ রান করেন তিনি।

এ দিকে, ভারতীয়দের মধ্যে ওয়ানডেতে দ্রুততম ২ হাজার রান করার তালিকায় সবার উপরে শিখর ধাওয়ান। ৪৮ ইনিংসে দুই হাজার রানের ক্লাবে প্রবেশ করেন এ বাঁহাতি ওপেনার। তবে স্মৃতির পিছনে পড়ে গেলেন দেশটির অনেক ব্যাটিং তারকা।

বর্তমান বিশ্বে রেকর্ডের বরপুত্র বিরাট কোহলির লেগেছে ৫৩টি ইনিংস। সাবেক অধিনায়ক ও বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি ৫২ ইনিংসে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। নভজ্যোত সিং সিধুরও ৫২ ইনিংস খেলতে হয়েছে। ওয়ানডেতে দ্রুততম ২ হাজার রানের রেকর্ডটি হাশিম আমলার দখলে। এ জন্য ৪০ ইনিংস খেলেন প্রোটিয়া তারকা।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড