• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিরিজে ফিরতে দুই অস্ত্র নামাচ্ছে ভারত

  ক্রীড়া ডেস্ক

০৭ নভেম্বর ২০১৯, ১৫:২৫
ভারত-বাংলাদেশ সিরিজ
প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হেরেছিল ভারত (ছবি : সংগৃহীত)

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে বাংলাদেশের কাছে নাজেহাল হয়েছিল ভারত। সাত উইকেটে হেরে সিরিজ হারের শঙ্কায় তারা। তাই দ্বিতীয় ম্যাচে যে কোনো ভাবে হার এড়াতে বদ্ধপরিকর টিম ইন্ডিয়া। হাইভোল্টেজ এ ম্যাচে একাদশে পরিবর্তন আনতে যাচ্ছে স্বাগতিক শিবির।

দিল্লির উইকেট ছিল স্পিন সহায়ক। পেসাররাও ভালো সুবিধা পেয়েছে। তবে রাজকোটের পিচ হতে পারে ব্যাটিং সহায়ক। উইকেট ব্যাটিং স্বর্গ হলে বোলিংয়ে রদবদল আনতে পারেন স্বাগতিকরা। বাংলাদেশের কাছে হার এড়াতে এ ম্যাচে একাদশে দুইটি পরিবর্তন আনতে পারে ভারত। অনভিজ্ঞ অলরাউন্ডার শিবম দুবের পরিবর্তে খেলতে পারেন সাঞ্জু স্যামসন।

গেল ম্যাচে দুহাত খুলে রান দেন বাঁহাতি পেসার খলিল আহমেদ। বিশেষ করে ১৯তম ওভারে তার বিপক্ষে টানা চারটি বাউন্ডারি হাঁকান মুশফিকুর রহিম। তাই এ ম্যাচে তার পরিবর্তে শার্দুল ঠাকুরকে একাদশে রাখছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

ভারতের সম্ভাব্য একাদশ রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, রিশভ পান্ট (উইকেটরক্ষক), সাঞ্জু স্যামসন, ক্রুনাল পাণ্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার, শার্দুল ঠাকুর ও যুজবেন্দ্র চাহাল।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড