• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারত-বাংলাদেশ

সিরিজ জয়ের টার্গেটে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ

  ক্রীড়া ডেস্ক

০৭ নভেম্বর ২০১৯, ০৯:৪৭
বাংলাদেশ ও ভারতের খেলোয়াড়রা
বাংলাদেশ ও ভারতের খেলোয়াড়রা (ছবি : সম্পাদিত)

তিন ম্যাচ সিরিজের প্রথমটি জিতেই বাংলাদেশ একটা ইতিহাস রচনা করে ফেলেছে। প্রথমবারের মতো টি-টুয়েন্টিতে ভারতকে হারিয়েছে। বাংলাদেশের সামনে এবার সিরিজ জয়ের হাতছানি। আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় দ্বিতীয় টি-টুয়েন্টিতে মাঠে নামবে টাইগাররা; রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের ম্যাচটি সরাসরি দেখা যাবে- বিটিভি, গাজী টিভি, চ্যানেল নাইন, স্টার স্পোর্টস-১ ও স্টার স্পোর্টস সিলেক্ট-১।

তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। ফলে আজকের ম্যাচ জিতে ভারতের বিপক্ষে সিরিজ জয়ের ইতিহাস রচনার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে টাইগাররা। বাংলাদেশের জন্য সিরিজ জয়ের ম্যাচ হলেও স্বাগতিক ভারতের জন্য সিরিজ বাঁচানোর ম্যাচ আজ।

তবে আজ শঙ্কা দ্বিতীয় ম্যাচটি হওয়া নিয়ে- প্রথম ম্যাচে ভারত দলের সাথে দিল্লির মারাত্মক বায়দূষণেরও মোকাবিলা করেছে টাইগাররা। এমনকি ম্যাচের মধ্যে টাইগারদের দু-একজন বমিও করেছেন। এবার রাজকোটেও নতুন শঙ্কায় ভুগছে দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচটি।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় ‘মহার’ জেরে আজ গুজরাটে বিপুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ভারত-বাংলাদেশ দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচের দিন সকাল থেকেই রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে বর্ষার দাপট দেখা যাবে বলে জানানো হয়। ম্যাচ হলেও ওভার কমতে পারে বলে মনে করা হচ্ছে।

অবশ্য সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের ড্রেনেজ সুবিধা ভালো। ম্যাচ শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা সাতটায়। সকাল কিংবা দুপুরে বৃষ্টি হলেও সন্ধ্যায় ম্যাচ আয়োজনে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন স্টেডিয়ামের সেক্রেটারি হিমাংশু শাহ।

তবে সেই যাই হোক- আজ বাংলাদেশকে ছেড়ে কথা বলবে না ভারত; এমন হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ভারতীয় কাপ্তান রোহিত শর্মা। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক বলেন, ‘ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে। আশা করছি আমরা সিরিজে ঘুরে দাঁড়াব। উইকেট ভালোই দেখাচ্ছে। রাজকোট সব সময় ব্যাট করার জন্য ভালো ট্র্যাক। বোলারদেরও কিছুটা সহায়তা দেয়। এটা ভালো উইকেটই হবে। আমি নিশ্চিত যে দিল্লির চেয়ে ভালো হবে।’

এ দিকে বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, ‘সিরিজ জয়ে এটাই আমাদের সেরা সুযোগ। ছেলেরা প্রথম ম্যাচে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে এবং সেভাবেই ম্যাচ জিতেছে। একই পারফরম্যান্স ধরে রাখতে পারলে আশা করছি সিরিজ জয় সম্ভব।’

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড