• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্বপ্নেও যা ভাবেননি মুমিনুল

  ক্রীড়া ডেস্ক

০৬ নভেম্বর ২০১৯, ২২:২২
টেস্ট কাপ্তান মুমিনুল
টেস্ট কাপ্তান মুমিনুল (ছবি : সংগৃহীত)

প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারত গিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। আর সফরের প্রথম ম্যাচেই ভারতকে উড়িয়ে দিয়ে দুর্দান্ত জয় পয়েছে টাইগাররা। এবার মুশফিক-মাহমুদউল্লাহদের সামনে টি-টুয়েন্টি সিরিজ জয়ের হাতছানি।

টি-টুয়েন্টি সিরিজ শেষেই শুরু হবে বাংলাদেশ দলের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। দারুণ সুযোগের সামনে দাঁড়িয়ে টাইগারদের টেস্টের নবাগত অধিনায়ক মুমিনুল হকও। প্রথমবারের মতো দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন এ টেস্ট স্পেশালিস্ট। টস করবেন বর্তমান সময়ের সেরা ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে। রোমাঞ্চ ছুঁয়ে ছুঁয়ে যায় মুমিনুলকে। তার নেতৃত্বেই প্রথমবার দিবারাত্রির টেস্ট ম্যাচও খেলবে বাংলাদেশ।

নবাগত কাপ্তান মুমিনুল হক বলেন, ‘কোনো সময়ে চিন্তাও করিনি যে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক হবো। স্বপ্ন ছিল না। যাক হয়েছি, এটা আল্লাহর তায়ালার কাছে শুকরিয়া। বিশ্বের নাম্বার ওয়ান অ্যাথলেট, ক্রিকেটের সব ফরম্যাটের নাম্বার ওয়ান তিনি। একটু রোমাঞ্চ থাকবেই।’

ঘরের মাঠে বরাবরই ভয়ঙ্কর শক্তিশালী ভারত। কয়েকদিন আগে দক্ষিণ আফ্রিকা যেমন নাস্তানাবুদ হয়ে দেশে ফিরেছে। তবে মুমিনুল বেশ ইতিবাচক। আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে মোকাবেলা করতে চান স্বাগতিকদের।

মুমিনুল বলেন, আপনি কঠিন হিসেবে দেখলে কঠিনই হবে। আমরা পজিটিভ হিসেবে দেখব, চ্যালেঞ্জ থাকবে সেটা মোকাবিলার চেষ্টা করতে হবে।

নবাগত টেস্ট কাপ্তান আরও জানান, লাইটে পিংক বলে খেলা কোনো সময়ে সুযোগ হয়নি। আমার কাছে এটা ভালো সুযোগ, যদি আমরা ভালো খেলতে পারি; আমাদের জন্য ভালো।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড