• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

অতীতের সব রেকর্ড ভাঙবে ‘বঙ্গবন্ধু বিপিএল’

  ক্রীড়া ডেস্ক

০৬ নভেম্বর ২০১৯, ২১:০১
বিপিএল
বিপিএলের লগো (ছবি: সংগৃহীত)

শুরু হয়ে গেছে ‘বঙ্গবন্ধু বিপিএল’-এর উন্মাদনা। বিসিবিও ইতোমধ্যে প্লেয়ার ড্রাফট ও টুর্নামেন্টের তারিখ ঘোষণা করেছে। এবার বিসিবি সভাপতি পাপন জানালেন, ইতিহাস গড়তে যাচ্ছে বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন।

বুধবার (৬ নভেম্বর) নাজমুল হাসান পাপন জানান, ‘যেহেতু বঙ্গবন্ধুর নামে হচ্ছে, জাঁকজমকপূর্ণভাবে করা উচিত। এটুকু বলতে পারি, ক্রিকেট বোর্ডের ইতিহাসে এত জাঁকজমকপূর্ণভাবে কোনো আয়োজন করা হয়নি। সেরকম কিছু করারই ইচ্ছে আছে। অনেক বড় প্রোগ্রাম হবে, আয়োজনের ব্যাপারে এখনই কিছু বলতে চাচ্ছি না। তবে অনেক কিছু থাকবে। এত কিছু একসঙ্গে বাংলাদেশে আর হয়নি, তেমন কিছু করার ইচ্ছে আছে।’

এছাড়া টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো সম্পর্কে পাপন বলেন, ‘আগে যে সাতটা দল ছিল এবারও সেই সাতটা দলই অংশ নেবে। আমরা অলরেডি পাঁচটা স্পন্সরকে চূড়ান্ত করে ফেলেছি। যাদের আমরা দল দিতে পারি বা দেব। আমাদের কাছে আরও বেশি স্পন্সর হওয়ার আবেদন এসেছে। আমাদের এখনো দুটো স্পন্সর খালি আছে। আমরা অপেক্ষা করছি, হয় ওই দুটো স্পন্সরকে দায়িত্ব দেব নয়তো অন্য কোনো সিদ্ধান্ত নেব। সবচেয়ে বেশি সম্ভাবনা হচ্ছে বিসিবি নিজেই চালাবে’।

অন্যদিকে কোচও চূড়ান্ত করে ফেলেছে বিসিবি। এ ব্যাপারে পাপন বলেন, ‘বেশ কিছু কোচের সাথেও আমাদের আলোচনা করা হয়েছে। চারজন নিশ্চিত করেছে। তারা নামকরা কোচ। আমাদের জাতীয় দলের জন্য যাদের সাথে কথা বলেছিলাম ওই ধরনের কোচই আসবেন। তারা নিশ্চিত করেছে, কিন্তু কোনো চুক্তি এখনও হয়নি। এজন্য তাদের নাম বলতে চাচ্ছি না।’

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড