• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

এবার ম্যাচ ফিক্সিংয়ের অপরাধে গ্রেফতার ভারতীয় ক্রিকেটার

  ক্রীড়া ডেস্ক

০৬ নভেম্বর ২০১৯, ১৯:৫৪
নিশান্ত সিং শেখওয়াত
ভারতীয় ক্রিকেটার নিশান্ত সিং শেখওয়াত (ছবি: সংগৃহীত)

সম্প্রতি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের কারণে আলোচনায় উঠে এসেছে ‘ম্যাচ ফিক্সিং’। জুয়াড়ির ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব ফিরিয়ে দিলেও আইসিসির কাছে তথ্য গোপন করায় শাস্তি পেয়েছেন এ ক্রিকেটার। এবার ম্যাচ ফিক্সিংয়ে গ্রেফতার হলেন এক ভারতীয় ক্রিকেটার।

গ্রেফতার হওয়া ক্রিকেটারের নাম নিশান্ত সিং শেখওয়াত। ম্যাচ ফিক্সিংয়ে সরাসরি যুক্ত হওয়ায় তাকে গ্রেফতার করেছে কর্ণাটক পুলিশ। কর্ণাটক প্রিমিয়ার লিগে ম্যাচ ফিক্সিং ও জুয়ার মামলায় তাকে গ্রেফতার করা হয়।

কর্ণাটক প্রিমিয়ার লিগে ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে যুক্ত দ্বিতীয় ক্রিকেটার হিসেবে গ্রেফতার হলেন নিশান্ত সিং। এর আগে এম বিশ্বনাথনকে গ্রেফতার করা হয়েছিল। এছাড়া একই অভিযোগে ব্যাঙ্গালুরু ব্লাস্টের বোলিং কোচ বিনু প্রসাদকে গ্রেফতার করা হয়েছিল।

নিশান্তের বিরুদ্ধে অভিযোগ, তিনি বিশ্বনাথানকে ম্যাচ ফিক্সিং করার জন্য প্রভাবিত করেছিলেন। টুর্নামেন্টের একটি ম্যাচে হুবলি টাইগার্সের বিপক্ষে ২০ বলে ১০ রানের কম করতে বলা হয়েছিল বিশ্বনাথানকে। ম্যাচটিতে ১৭ বলে ৯ রান করেন এ ক্রিকেটার। আর এর জন্য তাকে ৫ লাখ রুপি দেয়া হয়েছিল।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড