• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল

এক দিনে সড়কে ঝরল ২৬ প্রাণ

  অধিকার ডেস্ক    ১৫ আগস্ট ২০১৯, ১৫:৫১

বাসের সংঘর্ষ
মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুছড়ে গেছে বাসের সামনের অংশ (ছবি- দৈনিক অধিকার)

ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন ঘর ফেরা মানুষগুলো। ফেরার পথে সড়কে মৃত্যুফাঁদের শিকার হয়ে না ফেরার দেশে চলে যাচ্ছে অনেক প্রাণ। এক দিনে সারা দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৬ জন, আহত হয়েছেন অন্তত শতাধিক মানুষ। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল থেকে বিকাল পর্যন্ত ফেনী, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জসহ দেশের সাত জেলায় এ হতাহতের ঘটনা ঘটে। জেলা প্রতিনিধিদের পাঠানোর তথ্যের ভিত্তিতে ডেস্ক রিপোর্ট-

ফরিদপুর : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৫০ জন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ৯টার দিকে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের ভাঙ্গার নোয়াপাড়া ২নম্বর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নগরকান্দার রওশন ফকির (৩৫) ও রাজবাড়ি সদরের মিরা কুন্ড (৬০)।

টাঙ্গাইল : টাঙ্গাইলের সখীপুরে পিকআপভ্যানের চাপায় ইসতিয়াক আহমেদ (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সখীপুর-গোড়াই সড়কের বোয়ালী উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইসতিয়াক আহমেদ পৌরসভার শাকিল আজাদের ছেলে। তিনি সরকারি মুজিব কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

সুনামগঞ্জ : সুনামগঞ্জ সদর উপজেলার একটি অটোবাইক উল্টে গিয়ে এক তরুণ নিহত হয়েছে। নিহত তরুণের নাম টিটন কুমার দাস (১৭)। বুধবার (১৪ আগস্ট) রাত ১১টায় ধারারগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত টিটন সুনামগঞ্জ পৌর শহরের ধোপাখালী এলাকার নিখিল কুমার দাসের ছেলে।

যশোর : ট্রেনে কাটা পড়ে রিজিয়া বেগম (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) যশোর স্টেশনে ভোর ৪টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। তিনি টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার ছাতিহাটি গ্রামের হাজী তোফাজ্জলের স্ত্রী।

ফেনী : ফেনীর লেমুয়ায় পিকনিকের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাসটি পিকনিকের জন্য ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিল। সূত্রে জানা যায়, কক্সবাজারগামী বাসটি ফেনীর লেমুয়ায় পৌঁছুলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ৬ জন নিহত হয়েছেন।

যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ (ছবি- দৈনিক অধিকার)

ময়মনসিংহ : ময়মনসিংহের ফুলপুর ও গফরগাঁওয়ের পাগলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮ জন। পরে গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে প্রেরণ করা হয়। বুধবার (১৪ আগষ্ট) সকালে ফুলপুর উপজেলার ইমাদপুর বড় মসজিদ সংলগ্ন স্থানে এবং ওইদিন বিকেল পৌনে ৫টার দিকে পাগলার বামনখালী গ্রামে গফরগাঁও-টোক সড়কের অপর দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহতেরা হলেন- আবুল হোসেন (৫২) ও রিমি আক্তার (৪)।

ভৈরব : কিশোরগঞ্জের ভৈরবের অদূরে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা থানার মাহমুদাবাদ নামক স্থানে বাস দুর্ঘটনায় এক নারী নিহত ও ১২ যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত যাত্রীর নাম হোসনে আরা বেগম (৫৮)। তার স্বামীর নাম সৈয়দ আলী খন্দকার, বাড়ি নরসিংদির রায়পুরা উপজেলার পাহাড়কান্দি গ্রামে।

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের কামারখন্দের কোনাবাড়িতে চার বাসের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুর আড়াটার দিকে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম দূর্ঘটনা বিষয়ে নিশ্চিত করেছেন।

গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার গোপালপুর এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় তুহিন মোল্লা (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী সাথী বেগম (২৫)। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তুহিন জেলা সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তরপাড়া গ্রামের আশরাফ মোল্লার ছেলে।

ময়মনসিংহে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় দুমড়ে-মুছড়ে গেছে বাসটি (ছবি- দৈনিক অধিকার)

ভোলা : ভোলায় মাহেন্দ্রচাপায় পারভেজ (৮) নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ১১টার দিকে ভোলা-লক্ষ্মীপুর মহাসড়কের ভোলা অংশের ইলিশা ব্যারিস্টার কাছারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পারভেজ সদর উপজেলার ইলিশা ইউনিয়নের সোনাডগী গ্রামের মো. শাহাবুদ্দিনের ছেলে।

কিশোরগঞ্জ : জেলার কটিয়াদীতে মালবাহী একটি ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালকসহ সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো চারজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগষ্ট) সকাল সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়ন পরিষদের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- সিএনজি চালক জামাল উদ্দিন (৩২), যাত্রী তোফাজ্জল হোসেন (২৭) ও উমর ফারুক (৪২)। এদের মধ্যে জামাল উদ্দিনের বাড়ি করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামে। বাকি দুজনের বাড়ি জেলার ইটনা উপজেলার বয়রা গ্রামে।

ওডি/এসএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড