• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

দেশজুড়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

  সারাদেশ ডেস্ক

১৭ জুলাই ২০১৯, ২০:৪১
জাতীয় মৎস্য সপ্তাহ
দেশজুড়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উদযাপিত হয়েছে (ছবি : দৈনিক অধিকার)

‘মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ ও ‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি’ এই প্রতিপাদ্য নিয়ে দেশজুড়ে একযোগে পালিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯। জাতীয় মৎস্য সপ্তাহ পালনে বুধবার (১৭ জুলাই) দেশজুড়ে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দৈনিক অধিকারের নিজস্ব প্রতিনিধিদের পাঠানো তথ্যের ভিত্তিতে এ নিয়ে ডেস্ক রিপোর্ট।

গোপালগঞ্জ, ঢাকা:

মৎস্য চাষ সম্প্রসারণ, সংরক্ষণ ও আত্ম কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে বুধবার গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। মৎস্য সপ্তাহ উপলক্ষে বুধবার উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে এক সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা খায়রুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের নির্বাহী সভাপতি শহিদুল ইসলাম বেলায়েত, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ছিরু মিয়া, দেব কুমার সাহা, মুকসুদপুর উপজেলা মৎস্য দপ্তরের ফিল্ড সুপার ভাইজার ইদ্রিসুর রহমান বতু প্রমুখ।

রাঙ্গামাটি, চট্টগ্রাম:

‘মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ ও ‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি’ এই প্রতিপাদ্য নিয়ে রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৭ জুলাই) বিকাল ৪টায় উপজেলা সিনিয়র মৎস্য অফিসারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ১৭ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচীর কথা তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সঞ্জয় দেবনাথ। সপ্তাহব্যাপী অনুষ্ঠিতব্য এসব কর্মসূচীর মধ্যে রয়েছে র‌্যালি, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ, প্রামাণ্য চিত্র প্রদর্শন, মৎস্য আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট ও শ্রেষ্ঠ মৎস্য চাষিদের পুরস্কার বিতরণ।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো. কবির হোসেন, সম্পাদক ঝুলন দত্ত, সহসভাপতি নজরুল ইসলাম লাভলু, যুগ্ম সম্পাদক আলমগীর কবির প্রমুখ। সিরাজগঞ্জ, রাজশাহী:

সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় বুধবার জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সকালে উপজেলা হল রুমে প্রেসক্লাবের সভাপতি হাজী আবদুস ছামাদ খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা আতাউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন চৌহালী থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস, সহকারী মৎস্য কর্মকর্তা মাসুম বিল্লাহসহ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মেহেরপুর, খুলনা:

‘মাছ চাষে গড়ব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ ও ‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনিল অর্থনীতির অগ্রগতি’ এ প্রতিপাদ্য নিয়ে খুলনার মেহেরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার মেহেরপুরের গাংনী উপজেলা মৎস্য অধিদপ্তর এক সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভার আয়োজন করে।

মতবিনিময় সভাটি বুধবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ভূমি কর্মকর্তা সুখময় সরকারের সভাপতিত্বে মাছ চাষে সফলতা বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মীর জাকির হোসেন। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

নেত্রকোণা, ময়মনসিংহ:

সারা দেশের ন্যায় নেত্রকোণার মদন উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন ও মিঠা পানির মাছ সংরক্ষণ উপলক্ষে বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যেগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আতিকুল ইসলাম। সভায় উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, জেলা সহকারী মৎস্য কর্মকর্তা গোলাম মোস্তাফা, উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়াহিদুল আবরার, উপজেলা আইসিটি কর্মকর্তা এস এম এমরান, প্রেসক্লাব সভাপতি মো. আল আমীন তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

ওডি/আইএইচএন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড