• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফেনীতে বর্ণাঢ্য আয়োজনে মুজিববর্ষের ক্ষণগণনা শুরু

  ফেনী প্রতিনিধি

১১ জানুয়ারি ২০২০, ০২:৫৯
মুজিববর্ষের ক্ষণগণনা
মুজিববর্ষের ক্ষণগণনা অনুষ্ঠান (ছবি : দৈনিক অধিকার)

ফেনীতে বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর ক্ষণগণনা শুরু হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ক্ষণগণনা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে শহীদ মিনার প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়ান জেলা প্রশাসক মোহাম্মদ ওয়াহিদুজজামান।

অ্যাডভোকেট সাইফুদ্দিন মজুমদার শাহীনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী, সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আকরামুজজমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা: সুমনী আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম জাকারিয়া প্রমুখ।

আরও পড়ুন :- শাহ আমানতে ইয়াবাসহ প্রবাসীকে আটক

এর আগে শহীদ মিনার প্রাঙ্গণে স্থাপিত ক্ষণগণনা গড়ির সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। সন্ধ্যায় বর্ণিল আতশবাজির ঝলকে মেতে ওঠে পুরো ফেনী শহর। রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশিত হয়।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড