• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রধানমন্ত্রীর উদ্বোধনে মুজিববর্ষ ক্ষণগণনা শুরু

  অধিকার ডেস্ক

১০ জানুয়ারি ২০২০, ১৭:১০
প্রধানমন্ত্রী
ছবি : পিআইডি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা শুরু হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকালে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আনুষ্ঠানিকভাবে মুজিববর্ষের ক্ষণগণনা ঘোষণা করেন তিনি। পাশাপাশি মুজিববর্ষের লোগো উন্মোচন করেছেন।

প্রধানমন্ত্রী জাতীয় প্যারেড গ্রাউন্ডে মুজিববর্ষের ক্ষণগণনা ঘোষণা করার পর দেশের বিভিন্ন জায়গায় স্থাপিত ক্ষণগণনার ৮৩টি ঘড়ি চালু হয়েছে বলে জানা গেছে।

মুজিব জন্মশতবর্ষের বছরব্যাপী কার্যক্রম আগামী ১৭ মার্চ থেকে শুরু হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি সূত্র বিষয়টি জানিয়েছে।

আরও পড়ুন : জাতির জনকের শৈশবের স্মৃতি বিজড়িত স্কুলে বঙ্গবন্ধু গ্যালারি

ক্ষণগণনার অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের প্রতীকী বিমান অবতরণ, বিমান থেকে আলোক প্রক্ষেপণ ও তোপধ্বনি, প্রতীকী গার্ড অব অনারের আয়োজন করা হয়। দেশব্যাপী ১২টি সিটি করপোরেশনের ২৮টি জায়গায়, বিভাগীয় শহর, ৫৩ জেলা, দুই উপজেলা ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীতে বসানো ৮৩টি স্থানে ক্ষণগণনার ঘড়ি সচল করার ব্যবস্থা নেওয়া হয়েছে।

ওডি/এমআর/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড