• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

অনলাইনে কীভাবে জাতীয় পরিচয়পত্র সংশোধন করবেন?

  প্রযুক্তি ডেস্ক

২২ আগস্ট ২০১৯, ১৫:১১
জাতীয় পরিচয়পত্র
(ছবি: সংগৃহীত)

দৈনন্দিন জীবনে এখন এক অতীব জরুরি জিনিস হচ্ছে জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড। তবে অনেক সময় এই প্রয়োজনীয় জিনিসটি কোনো না কোনো কারণে হারিয়ে যেতে পারে। আর তখন অনেকেই বুঝতে পারেন না, কী করতে হবে। আবার সঠিক নির্দেশনার অভাবে অনেকে অকারণেই দিক বিদিকও হারিয়ে ফেলেন।

অথচ অনেকেই জানেন না,অনলাইনেই জাতীয় পরিচয়পত্র কোনো তথ্য সংশোধন বা ছবি পরিবর্তনের আবেদন করা যায়। আবার পরিচয় পত্র হারিয়ে গেলে বা পরিচয় পত্রে ভুল থাকলে এখান থেকেই সংশোধন করা যাবে। আবার অনেকে এই তথ্য জানলেও কীভাবে নতুন পরিচয়পত্র পাবেন বা ভুল তথ্য ঠিক করবেন, সেটা জানেন না।

তাহলে চলুন এবার জেনে নেই, কীভাবে অনলাইনে এই কাজগুলো করবেন।

প্রথমে এই লিংকে গিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে। তারপর নিচের নির্দেশনাগুলো অনুসরণ করতে হবে।

● On the warning page, click I Understand the Risks. ● Click ‘Add Exception’ The Add Security Exception dialog will appear. ● Click ‘Confirm Security Exception’- এ ক্লিক করলে কাঙ্ক্ষিত সাইট চলে আসবে।

এবার এই কাজগুলো পর্যায়ক্রমে করতে হবে।

১. প্রয়োজনীয় তথ্যাবলী পূরণ করে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ২ কার্ডের তথ্য ও মোবাইলে প্রাপ্ত এক্টিভেশন কোড সহকারে লগ ইন করতে হবে। ৩. তথ্য পরিবর্তনের ফর্মে তথ্য হালনাগাদ করে সেটির প্রিন্ট নিয়ে নিয়ে নিতে হবে। ৪. প্রিন্টকৃত ফর্মে স্বাক্ষর করে সেটির স্ক্যানকৃত কপি অনলাইনে জমা দিতে হবে। ৫. আর তথ্য পরিবর্তনের স্বপক্ষে প্রয়োজনীয় দলিলাদি কালার স্ক্যান কপি অনলাইনে জমা দিতে হবে।

এই ধাপে ‘রেজিষ্ট্রেশন ফরম পূরণ করতে চাই’ এইরূপ লেখা দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন।

এবার ফরমটি সঠিকভাবে পূরণ করুন-

জাতীয় পরিচয়পত্র নম্বর: জাতীয় পরিচয়পত্র বা এন আইডি কার্ডে উল্লেখ করা নম্বরটি দিতে হবে।

জন্ম তারিখ: এবার কার্ড দেখে জন্ম তারিখ সিলেক্ট করতে হবে।

মোবাইল ফোন নম্বর: এই ধাপে এসে মোবাইল নম্বর দিতে হবে। কারণ মোবাইলে ভেরিফিকেশন কোড আসবে।

ই-মেইল: এটি বাধ্যতামূলক না। ইচ্ছা হলে এটি নাও দিতে পারেন। আর ই-মেইল আইডি দিলে পরবর্তীতে লগইন করার সময় যদি মোবাইল হাতের কাছে না থাকে ভেরিফাই কোড ই-মেইলে সেন্ড করতে পারবেন।

বর্তমান ঠিকানা: ভোটার হবার সময় যে বিভাগ জেলা উপজেলা/থানা দিয়েছিলেন, তা সিলেক্ট করুন।

স্থায়ী ঠিকানা: জাতীয় পরিচয়পত্র দেখে বিভাগ জেলা উপজেলা/থানা সিলেক্ট করুন।

লগইন পাসওয়ার্ড: ৮ সংখ্যার শক্তিশালী পাসওয়ার্ড দিতে হবে। আর এখানে অবশ্যই হাতের অক্ষর ও সংখ্যা থাকতে হবে। যেমন- Bangla71

এবার “রেজিষ্টার” বাটন ক্লিক করে দ্বিতীয় ধাপে চলে যান।

●ফরমটি সঠিক ও সফল ভাবে রেজিস্টার করার মোবাইলে যে ভেরিফাই কোড এসেছে সেটি সাবমিট করতে হবে। পরে রেজিস্টার বাটনে ক্লিক করুন। তবে ২ মিনিটের মধ্যে মোবাইলে কোড না আসলে কোড পাঠানোর জন্য এসএমএস করুন।

●এই কোড ঠিকভাবে প্রবেশ করালেই অ্যাকাউন্ট সচল হয়ে যাবে। এবার একটি পেজ আসবে, যেখানে লগইন করতে বলা হবে অথবা লগইন লিংক দেখা যাবে।

●এই আইডিতে লগইন করতে জাতীয় পরিচয়পত্রের নম্বর, জন্মতারিখ ও পাসওয়ার্ড দিতে হবে। পরে ভেরিফাই কোড কিভাবে পেতে চান তা সিলেক্ট করতে হবে।

●তখন রেজিস্ট্রেশন করা মোবাইল নম্বর অথবা ইমেইলে সিলেক্ট করুন।

●সবশেষে “সামনে” ক্লিক করুন। সেখানে সিলেক্ট করা অপশন মোবাইলে বা ইমেইল থেকে ভেরিফাই কোড বসিয়ে লগইন করুন।

এখন নির্বাচন কমিশনের কাছে থাকা ডাটাবেজের সব তথ্য দেখা যাবে। যেখানে চাহিদা অনুযায়ী আপনি তথ্য ক্লিক করে তথ্য হালনাগাদ করুন। এভাবেই খুব সহজেই ঘরে বসে জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধন কিংবা ছবি পরিবর্তন করতে পারবেন।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড