• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাইবার হামলা চালিয়ে ২০০ কোটি মার্কিন ডলার চুরি করেছে উ. কোরিয়া : জাতিসংঘ

  প্রযুক্তি ডেস্ক

০৭ আগস্ট ২০১৯, ১৫:১৮
সাইবার হামলা
(ছবি: সংগৃহীত)

অস্ত্র কর্মসূচির জন্য অর্থের প্রয়োজনে উত্তর কোরিয়া সাইবার আক্রমণ করে ২০০ কোটি মার্কিন ডলার হাতিয়ে নিয়েছে। সম্প্রতি জাতিসংঘের এক গোপন প্রতিবেদনে এমন তথ্য ফাঁস হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন ব্যাংক ও ক্রিপটোকারেন্সি এক্সচেঞ্জগুলো লক্ষ্য করে অর্থ সংগ্রহের উদ্দেশ্যে পিয়ংইয়ং হামলা চালায়।

জাতিসংঘ ৩৫টি সাইবার আক্রমণের ঘটনা তদন্ত করছে বলে কয়েকটি সূত্র বিবিসিকে জানিয়েছে।

প্রসঙ্গত, উত্তর কোরিয়া এই মঙ্গলবার দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। দুই সপ্তাহের কম সময়ের মধ্যে চতুর্থবারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল।

উত্তর কোরিয়ার নেতা কিম জং–উন বুধবার (৭ আগস্ট) বলেন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার বিরুদ্ধে সতর্ক করতেই তারা ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছেন। পিয়ংইয়ং এ যৌথ মহড়াকে শান্তিচুক্তির লঙ্ঘন বলে বর্ণনা করেছে।

জাতিসংঘের সেই প্রতিবেদন অনুযায়ী, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়ার নিষেধাজ্ঞা কমিটির কাছে পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, পিয়ংইয়ং আর্থিক প্রতিষ্ঠান থেকে তহবিল চুরি করতে জটিল আক্রমণ বাড়িয়েছে।

তাই বিশেষজ্ঞরা বৈদেশিক মুদ্রা আয়ে সাইবার মাইনিং কার্যক্রম তদন্ত করে দেখছেন।

সেখানে আরও বলা হয়, উত্তর কোরিয়ার আক্রমণের ফলে ক্রিপটোকারেন্সি বিনিময়ের মাধ্যমে তাদের যে আয় হচ্ছে, তা ধরা খুব কঠিন। এ ব্যবস্থায় প্রচলিত ব্যাংকিং খাতের মতো কোনো নীতিমালা নেই এবং সরকারের নজরদারির বাইরে থাকে।

এছাড়া উত্তর কোরিয়া জাহাজ থেকে জাহাজে স্থানান্তরযোগ্য ব্যাপক ধ্বংসযোগ্য অস্ত্র রেখে জাতিসংঘের অবরোধ সংক্রান্ত নিয়ম ভেঙেছে বলেও প্রতিবেদনে বলা হয়।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ২০০৬ সাল থেকে উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়ে সেখানে কয়লা, লোহা, পোশাক ও সামুদ্রিক খাদ্য সরবরাহে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। একই সঙ্গে অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য আমদানিতেও নিষেধাজ্ঞা রয়েছে।

গেল বছর সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক বৈঠকের পর কিম জং–উন পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসার কথা বলেছিলেন। এছাড়া আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা না করার বিষয়েও সম্মত হন তিনি। পরে হ্যানয়ে আরেক সম্মেলনে ট্রাম্প ও কিমের বৈঠক কোনো চুক্তি ছাড়াই সম্পন্ন হয়।

তবে পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণের কথাবার্তা আটকে থাকলেও দুপক্ষই কূটনৈতিকভাবে সমস্যা সমাধানের পক্ষে রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সকে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, উত্তর কোরিয়ার সাইবার কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সব ভুক্তভোগী রাষ্ট্রকে বলা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড