• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

জরিপের নামে চলছে বায়োমেট্রিক ছাপ সংগ্রহ, সবাইকে সতর্ক থাকার নির্দেশ 

  প্রযুক্তি ডেস্ক

০৪ আগস্ট ২০১৯, ০৯:৩৪
বায়োমেট্রিক
(ছবি: সংগৃহীত)

জরিপের নামে দেশের বিভিন্ন এলাকায় কিছু প্রতারক চক্র মানুষের বায়োমেট্রিক যন্ত্রে আঙুলের ছাপ নিচ্ছে।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এক ক্ষুদেবার্তার মাধ্যমে সবাইকে সতর্ক করেছে, এসব আঙুলের ছাপ নিয়ে প্রতারকরা নানান অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করতে পারে।

সেখান থেকে জানানো হয়েছে, কোনো এলাকাতেই সরকার জরিপের নামে বায়োমেট্রিক যন্ত্রে আঙুলের ছাপ সংগ্রহ করছে না। আর কেউ যদি এটি করে থাকে, তবে না দিতে সতর্ক করেছে ডাক বিভাগ।

ইতোমধ্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ সবাইকে বিষয়টি নিয়ে জনসচেতনতা তৈরিতে এসএমএস করে বিষয়টিতে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে।

এসএমএস বার্তায় বিভাগ জানিয়েছে, ‘কোনো কোনো এলাকায় জরিপের নামে কেউ কেউ বায়োমেট্রিক যন্ত্রে আঙুলের ছাপ সংগ্রহ করছে। সরকার জরিপের নামে আঙুলের ছাপ সংগ্রহ করছে না। এই ধরনের আঙুলের ছাপ নিয়ে প্রতারণা ও অপরাধের জন্য ব্যবহৃত হতে পারে। এদের আঙুলের ছাপ দেবেন না।’

প্রসঙ্গত, দেশের মোবাইল অপারেটররা সরকারের অনুমতি নিয়ে ২০১৬ সালে দেশে প্রথমবারের মতো বায়োমেট্রিক যন্ত্রে আঙুলের ছাপ নিয়ে মোবাইল সিম নিবন্ধন শুরু করে। বায়োমেট্রিকের মাধ্যমে এই সিম নিবন্ধন এখনো চলছে।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড