• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

আসছে তিন দিনব্যাপী স্মার্টফোন ও ট্যাবের মেলা

  প্রযুক্তি ডেস্ক

২৪ জুন ২০১৯, ১৮:৪৫
স্মার্টফোন ও ট্যাব মেলা

প্রযুক্তি প্রেমীদের জন্য আবারও রাজধানীতে বসছে স্মার্টফোন ও ট্যাবের মেলা।

রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) গ্রীষ্মকালীন এই মেলা ৪ জুলাই থেকে শুরু হয়ে চলবে ৬ জুলাই পর্যন্ত। এই মেলা থেকে ব্যবহারকারীদের সর্বশেষ মডেলের স্মার্টফোন ও ট্যাব পরখ করে দেখার সুযোগ দিতে পাবেন।

এটি প্রযুক্তি আসরের স্মার্টফোন ও ট্যাব নিয়ে দেশের সবচেয়ে বড় আয়োজন। এক্সেপো মেকারের আয়োজনে এটি হবে মেলার ১২তম আসর।

এ প্রসঙ্গে এক্সপো মেকারের কৌশলগত পরিকল্পনাকারী মুহম্মদ খান জানান, বরাবরের মতো এবারের মেলায়ও দেশি-বিদেশি সেরা স্মার্টফোন ব্র্যান্ডগুলো সর্বশেষ প্রযুক্তি ও ডিজাইনের ডিভাইস নিয়ে হাজির হবে। এছাড়াও মেলায় স্মার্টফোন ও ট্যাবলেটের সঙ্গে আনুষঙ্গিক গ্যাজেটও পাওয়া যাবে।

পাশাপাশি মেলায় বরাবরের মতো থাকবে বিশেষ ছাড় ও উপহার। এছাড়া বিভিন্ন ব্র্যান্ডের বিশেষ সব আয়োজন তো থাকছেই- বলে জানান তিনি।

তিন দিনব্যাপী এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

মেলার সব আপডেট ও খবর মেলার অফিসিয়াল ফেসবুক পেইজে পাওয়া যাবে। আর প্রতিদিনের আপডেট জানতে ইভেন্ট পেইজে খোঁজ রাখতে হবে।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড