• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

বছরের প্রথম প্রান্তিকে স্মার্টফোন বাজার বেড়েছে ৪৫ শতাংশ

  প্রযুক্তি ডেস্ক

৩১ মে ২০১৯, ১৪:৫৬
স্মার্টফোন
ছবি : সংগৃহীত

গত বছরের প্রথম প্রান্তিকের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) দেশের স্মার্টফোন বাজার ৪৫ শতাংশ বেড়েছে বলে হংকংভিত্তিক বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চের এক গবেষণায় উঠে এসেছে। শুধু তাই নয়, সমাপ্ত প্রান্তিকের চেয়ে গত বছর ডিসেম্বরের তুলনায় অংশীদারিত্ব বেড়েছে ২৯ শতাংশ।

গবেষণায় দেখা গেছে, দেশের স্থানীয় ব্র্যান্ড সিম্ফনিকে পেছনে ফেলে বাজারের ২২ শতাংশ দখলে নিয়ে শীর্ষ অবস্থানে উঠে এসেছে স্যামসাং। অন্যদিকে সিম্ফনি ১৫ শতাংশ দখল নিয়ে দ্বিতীয় অবস্থানে জায়গা পেয়েছে।

আন্তর্জাতিক এ প্রতিষ্ঠানটি বৈশ্বিক মোবাইল ডিভাইস বাজার পরিস্থিতি নিয়ে নিয়মিত প্রতিবেদন প্রকাশ করে আসছে। বাংলাদেশের স্মার্টফোন বাজার পরিস্থিতি নিয়ে তারা এক প্রতিবেদন প্রকাশ করেছে।

ছবি: বাংলাদেশের স্মার্টফোন বাজার পরিস্থিতি

প্রতিষ্ঠানটি বলছে, ২০১৮ সালে দেশি-বিদেশি মিলে বেশ কয়েকটি ডিভাইস নির্মাতা কোম্পানি স্থানীয়ভাবে স্মার্টফোন উৎপাদনে কার্যক্রম শুরু করেছে। ফলে আমদানিকৃত স্মার্টফোনের চেয়ে স্থানীয়ভাবে সংযোজিত ডিভাইস কম দামে সরবরাহ করা সম্ভব হচ্ছে। তাছাড়া প্রথম দিকে স্থানীয়ভাবে সংযোজনকৃত ডিভাইসগুলোয় ত্রুটি দেখা দিলেও এখন তা কমে এসেছে। বাংলাদেশ সরকার স্থানীয়ভাবে ডিভাইস উৎপাদনকে উৎসাহিত করছে। এ বিষয়গুলো সামগ্রিকভাবে বাজারটির প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এরই মধ্যে বাংলাদেশ স্মার্টফোন বাজার তীব্র প্রতিযোগিতাপূর্ণ হয়ে উঠেছে। ফলে আমদানিকৃত ডিভাইস বিক্রেতারা তীব্র প্রতিযোগিতার মুখে পড়েছে।

পাশাপাশি তারা ব্র্যান্ডভিত্তিক বাজার দখলের পরিসংখ্যানও তুলে এনেছে। প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি-মার্চ প্রান্তিকে বাংলাদেশের স্মার্টফোন বাজারে শীর্ষ অবস্থান দখলে নিয়েছে স্যামসাং। আগের বছরের একই সময়ের চেয়ে ব্র্যান্ডটির সরবরাহ প্রবৃদ্ধি ২০৩ শতাংশে পৌঁছেছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে নতুন ও স্থানীয়ভাবে ডিভাইস উৎপাদন বাড়ানো স্যামসাংয়ের সরবরাহ প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।

বাংলাদেশের বাজারে সর্বাধিক বিক্রিত ডিভাইস হলো- স্যামসাং গ্যালাক্সি জে২ কোর। স্যামসাং ডিভাইসটির নতুন সংস্করণও বাজারে ছেড়েছে। এছাড়া সম্প্রতি উন্মোচিত গ্যালাক্সি ‘এ’ সিরিজের ডিভাইসগুলোও বাংলাদেশের বাজারে বেশ সাড়া ফেলেছে।

এদিকে চীনের স্মার্টফোন কোম্পানি শাওমি প্রথম প্রান্তিকে বাংলাদেশের স্মার্টফোন বাজারের ৭ শতাংশ দখলে নিয়ে শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছে। ব্র্যান্ডটির সরবরাহ প্রবৃদ্ধি এসেছে ১৬৫ শতাংশ।

তবে ভিভো স্মার্টফোন সরবরাহ প্রবৃদ্ধিতে তকমা দেখিয়েছে। এক বছরে ভিভোর সরবরাহ প্রবৃদ্ধি বেড়েছে ১১৩৩ শতাংশ। দেশের বাজারে ভিভোর ওয়াই৯১সি ও ওয়াই৯১আই ডিভাইস দুটি সবচেয়ে বেশি বিক্রি হয়েছে।

এছাড়া বাংলাদেশের বাজারে হুয়াওয়ের ডিভাইস সরবরাহও বৃদ্ধি পেয়েছে। গত ডিসেম্বরে সমাপ্ত প্রান্তিকের চেয়ে জানুয়ারি-মার্চ প্রান্তিকে প্রতিষ্ঠানটির ডিভাইস সরবরাহ বেড়েছে ৭ শতাংশ।

অন্যদিকে, ২০১৯ সালের প্রথম প্রান্তিকে শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছে দেশীয় ব্যান্ড ওয়ালটন। স্থানীয় ব্র্যান্ডগুলো বাংলাদেশের স্মার্টফোন বাজারের ৩৯ শতাংশ দখল করে নিয়েছে।

এছাড়া বাংলাদেশে ফোরজি নেটওয়ার্ক চালু হওয়ায় চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে ফোরজি এলটিই নেটওয়ার্ক সমর্থিত ডিভাইস সরবরাহ ১১৭ শতাংশ বেড়েছে। দিন দিন বাজারে ফোরজি সমর্থিত স্মার্টফোনের চাহিদা ক্রমান্বয়ে বাড়ছে। বাংলাদেশের ফোরজি স্মার্টফোন বাজারের ৩৪ শতাংশ দখল করে রেখেছে স্যামসাং। আর শাওমি ১১ শতাংশ বাজার দখল করে আছে।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড