• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মোবাইল গ্রাহক সংখ্যা ১৬ কোটির ঘর স্পর্শ করল

  প্রযুক্তি ডেস্ক

২৭ মে ২০১৯, ১৫:৫৯
মোবাইল গ্রাহক
সক্রিয় মোবাইল গ্রাহক (ছবি : সংগৃহীত)

বর্তমানে দেশে এখন কার্যকর সংযোগের দিক থেকে মোবাইল গ্রাহকের সংখ্যা ১৬ কোটি অতিক্রম করেছে।

গত মার্চে মাসে এই সংখ্যা ছিল ১৫ কোটি ৯৭ লাখ ৮০ হাজার। সে হিসাবে এক মাসে কার্যকর সংযোগের সংখ্যা আট লাখ বেড়ে এখন দাঁড়িয়েছে ১৬ কোটি ৫ লাখ ৯০ হাজারে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ তথ্য প্রকাশ করেছে।

বিটিআরসির তথ্যমতে, মার্চ মাসে দেশে কার্যকর মোবাইল সংযোগ ১৩ লাখ বেড়েছিল। সেই ধারাবাহিকতায় এপ্রিল মাসে আরও আট লাখ গ্রাহক যুক্ত হয়েছে।

বিটিআরসি জানিয়েছে, দেশে এখন গ্রামীণফোনের সবচেয়ে বেশি মোবাইল গ্রাহক রয়েছে। সাত কোটি ৪৪ লাখ ৭৩ হাজার কার্যকর সংযোগ নিয়ে তারা এখন শীর্ষ অপারেটর। এক মাসের ব্যবধানে অপারেটরটিতে চার লাখ গ্রাহক যুক্ত হয়েছে।

দ্বিতীয় অবস্থানে থাকা রবি এপ্রিলে দুই লাখ গ্রাহক যুক্ত করেছে। এখন তাদের গ্রাহক সংখ্যা চার কোটি ৭৫ লাখ ৭৪ হাজার। আর বাংলালিংকের গ্রাহক সংখ্যা তিন কোটি ৪৫ লাখ ৪৭ হাজার।

অন্যদিকে, দেশের একমাত্র সরকারি মোবাইল অপারেটর টেলিটকের সংযোগ চার লাখ ১৪ হাজার থেকে কমে দাঁড়িয়েছে ৩ লাখ ৯৫ হাজারে দাঁড়িয়েছে।

সাধারণত বিটিআরসি সর্বশেষ ৯০ দিনের মধ্যে ব্যবহৃত যেকোন সিমকে সক্রিয় অপারেটর হিসেবে ধরে থাকে।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড